সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় মাস্টার্স পরীক্ষা চলাকালীন কেন্দ্রের মধ্যেই উচ্চ শব্দে গানবাজনা

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৩:২৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৬ বার পড়া হয়েছে
কুষ্টিয়ায় মাস্টার্স পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রের ভেতরে উচ্চ শব্দে গান বাজনা চলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জেলার সরকারি মহিলা কলেজে মাস্টার্স শেষ বর্ষের পরীক্ষা চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষা চলাকালীন সময় চলছিল এইচএসসি ২০২৫ ব্যাচের সমাপনী অনুষ্ঠান। সেখানে তারা উচ্চ শব্দে গান বাজাচ্ছিল।
শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, এ ব্যাপারে পরীক্ষা নিয়ন্ত্রককে অভিযোগ জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি বরং হলের দরজা-জানালা বন্ধ করে রাখে।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর এ,কে,এম জালাল উদ্দীনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মেয়েরা এই অনুষ্ঠান করে থাকে। তবে আসন্ন রমজানের কারণে সময়ও নেই। শিক্ষার্থীদের আবদার উপেক্ষা করা যায়নি।