ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

১৩ শিক্ষকের নামে মামলা

কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

কুষ্টিয়া প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৩৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৪ বার পড়া হয়েছে
দৈনিক মিরর টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুষ্টিয়া সরকারি কলেজের ১৩ শিক্ষকের নামে দায়েরকৃত মামলাকে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ দাবি করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ২ ঘণ্টা বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এসব কর্মসূচি পালন করেন।

দুপুর দেড়টার দিকে প্রায় দুই ঘণ্টা ধরে মজমপুর মোড়ে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

আগামীকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়ে ৩টার দিকে জনস্বার্থে তারা মহাসড়ক অবরোধ তুলে নেন।

এর আগে সকাল ১১টায় কলেজের সামনে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন তারা। সেখান থেকে কলেজ মোড়, হাসপাতাল মোড়, সাদ্দাম বাজার হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। একপর্যায়ে মজমপুর এসে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক  অবরোধ করেন।

জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলনের সময়ে হত্যাচেষ্টার অভিযোগে কুষ্টিয়া সরকারি কলেজের ১৩ শিক্ষকের নামে মামলা করেন সবুজ (৪০) নামে শহরের কুঠিপাড়ার এক যুবক। ৫ আগস্টের ঘটনার দীর্ঘ ছয় মাস পর গত ১১ ফেব্রুয়ারি কুষ্টিয়া মডেল থানায় দায়ের করা মামলায় কুষ্টিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ ১৩ জন শিক্ষকসহ মোট ২১ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া মামলায় অজ্ঞাত আরও ৫ থেকে ৭ জনকে আসামি করা হয়েছে। 

মামলার বাদী সবুজ কুষ্টিয়া শহরের কুঠিপাড়া এলাকার জান মোহাম্মদ জানু শেখের ছেলে।

তবে এই মামলাকে ‘ষড়যন্ত্রমূলক’ দাবি করেছেন কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এরই প্রতিবাদে ও নিঃশর্তে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছেন তারা। 

এদিকে, কলেজ প্রশাসন বলছে, কে বা কারা এই জঘন্য ষড়যন্ত্রে জড়িত তাদের খোঁজা হচ্ছে। সম্পৃক্ততার প্রমাণ পেলে কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

১৩ শিক্ষকের নামে মামলা

কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট সময় : ০৫:৩৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

কুষ্টিয়া সরকারি কলেজের ১৩ শিক্ষকের নামে দায়েরকৃত মামলাকে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ দাবি করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ২ ঘণ্টা বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এসব কর্মসূচি পালন করেন।

দুপুর দেড়টার দিকে প্রায় দুই ঘণ্টা ধরে মজমপুর মোড়ে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

আগামীকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়ে ৩টার দিকে জনস্বার্থে তারা মহাসড়ক অবরোধ তুলে নেন।

এর আগে সকাল ১১টায় কলেজের সামনে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন তারা। সেখান থেকে কলেজ মোড়, হাসপাতাল মোড়, সাদ্দাম বাজার হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। একপর্যায়ে মজমপুর এসে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক  অবরোধ করেন।

জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলনের সময়ে হত্যাচেষ্টার অভিযোগে কুষ্টিয়া সরকারি কলেজের ১৩ শিক্ষকের নামে মামলা করেন সবুজ (৪০) নামে শহরের কুঠিপাড়ার এক যুবক। ৫ আগস্টের ঘটনার দীর্ঘ ছয় মাস পর গত ১১ ফেব্রুয়ারি কুষ্টিয়া মডেল থানায় দায়ের করা মামলায় কুষ্টিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ ১৩ জন শিক্ষকসহ মোট ২১ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া মামলায় অজ্ঞাত আরও ৫ থেকে ৭ জনকে আসামি করা হয়েছে। 

মামলার বাদী সবুজ কুষ্টিয়া শহরের কুঠিপাড়া এলাকার জান মোহাম্মদ জানু শেখের ছেলে।

তবে এই মামলাকে ‘ষড়যন্ত্রমূলক’ দাবি করেছেন কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এরই প্রতিবাদে ও নিঃশর্তে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছেন তারা। 

এদিকে, কলেজ প্রশাসন বলছে, কে বা কারা এই জঘন্য ষড়যন্ত্রে জড়িত তাদের খোঁজা হচ্ছে। সম্পৃক্ততার প্রমাণ পেলে কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।