ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম সাদিয়া

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩৯:১২ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ২১ বার পড়া হয়েছে
দৈনিক মিরর টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১৭তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় প্রথম হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আইন বিভাগের শিক্ষার্থী হালিমাতুস সাদিয়া। আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এম এম রেজা জাকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

 

প্রথমবারের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে বিজেএস পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন হালিমাতুস সাদিয়া। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আইন বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী। হালিমাতুস সাদিয়া ববির স্নাতক ও স্নাতকোত্তর ফলাফলেও প্রথম স্থান অর্জনকারী।

 

বিষয়টি নিশ্চিত করে ববির আইন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক সরদার কায়সার আহমেদ বলেন, ‘অত্যন্ত আনন্দের বিষয়, আমাদের বিশ্ববিদ্যালয় থেকে এবার জুডিসিয়াল সার্ভিস পরীক্ষায় প্রথম হয়েছে। প্রতিবছরই আমাদের বিভাগ থেকে জুডিসিয়াল পরীক্ষায় উত্তীর্ণ হয়। বিভাগে সংকটের মাঝেও বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পেছনে ফেলে প্রথম হওয়া—এই কৃতিত্ব তার নিজের।’

 

হালিমাতুস সাদিয়ার বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া গ্রামে। তার পিতা রহমান কবির ও মাতা নাসিমা আক্তার। হালিমা ২০১৫ সালে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ২০১৭ সালে বরিশাল সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি উভয় পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন।

 

সফলতার বিষয়ে হালিমাতুস সাদিয়া সবার কাছে দোয়া প্রার্থনা করে বলেন, ‘আল্লাহর দোয়ায় আমি ১৭তম জুডিসিয়াল সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছি। আমার সফলতার পেছনে পরিবারের অবদান সবচেয়ে বেশি। বাবা-মায়ের অনুপ্রেরণা ও বিভাগের শিক্ষকদের দিকনির্দেশনার জন্য আমি আজ এই পর্যায়ে এসেছি। পাশাপাশি আমার সহপাঠী ও আত্মীয়স্বজনের দোয়া ও ভালোবাসার কারণেই এই অর্জন সম্ভব হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম সাদিয়া

আপডেট সময় : ০৫:৩৯:১২ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

১৭তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় প্রথম হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আইন বিভাগের শিক্ষার্থী হালিমাতুস সাদিয়া। আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এম এম রেজা জাকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

 

প্রথমবারের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে বিজেএস পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন হালিমাতুস সাদিয়া। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আইন বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী। হালিমাতুস সাদিয়া ববির স্নাতক ও স্নাতকোত্তর ফলাফলেও প্রথম স্থান অর্জনকারী।

 

বিষয়টি নিশ্চিত করে ববির আইন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক সরদার কায়সার আহমেদ বলেন, ‘অত্যন্ত আনন্দের বিষয়, আমাদের বিশ্ববিদ্যালয় থেকে এবার জুডিসিয়াল সার্ভিস পরীক্ষায় প্রথম হয়েছে। প্রতিবছরই আমাদের বিভাগ থেকে জুডিসিয়াল পরীক্ষায় উত্তীর্ণ হয়। বিভাগে সংকটের মাঝেও বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পেছনে ফেলে প্রথম হওয়া—এই কৃতিত্ব তার নিজের।’

 

হালিমাতুস সাদিয়ার বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার লোহালিয়া গ্রামে। তার পিতা রহমান কবির ও মাতা নাসিমা আক্তার। হালিমা ২০১৫ সালে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ২০১৭ সালে বরিশাল সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি উভয় পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন।

 

সফলতার বিষয়ে হালিমাতুস সাদিয়া সবার কাছে দোয়া প্রার্থনা করে বলেন, ‘আল্লাহর দোয়ায় আমি ১৭তম জুডিসিয়াল সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছি। আমার সফলতার পেছনে পরিবারের অবদান সবচেয়ে বেশি। বাবা-মায়ের অনুপ্রেরণা ও বিভাগের শিক্ষকদের দিকনির্দেশনার জন্য আমি আজ এই পর্যায়ে এসেছি। পাশাপাশি আমার সহপাঠী ও আত্মীয়স্বজনের দোয়া ও ভালোবাসার কারণেই এই অর্জন সম্ভব হয়েছে।’