বিজ্ঞাপন তৈরিতে ‘ব্যস্ত সময়’ কাটাচ্ছেন পরিচালক কাকন

- আপডেট সময় : ০২:০১:১১ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৬ বার পড়া হয়েছে
ডাইনিং টেবিলে ইফতার সাজানো। পরিবারের সবাই খেজুর হাতে বসে আছে, মুখে মিষ্টি হাসি, চোখে চঞ্চলতা। আজকের প্রতীক্ষার অবসান ঘটবে এক মুঠো খেজুর আর এক গ্লাস শরবতে।
মুহূর্তেই সবাই একসঙ্গে রোজা ভাঙল, হাতে তুলে নিল ঠান্ডা শরবত। ক্লান্ত চোখগুলো চকচকে হয়ে উঠল, যেন সারাদিনের ক্লান্তি ধুয়ে গেল এক চুমুকে! শরবতের গ্লাস নামিয়ে তৃপ্তির ঢেকুর তুলতে যাবে সবাই, ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো ভারী এক কণ্ঠ—
“কাট! অনেক সুন্দর হয়েছে, আমরা আবার যাব। মুন্না, দ্রুত শরবত রিফিল করো।”
গাজীপুরের ‘মনের বাড়ি’ শুটিং হাউসে একটানা ব্যস্ততায় চলছে শুটিং। হাসি, ঠাট্টা আর উত্তেজনার মধ্যেই পরিচালক আরিফুর রহমান কাকনের তত্ত্বাবধানে সম্পন্ন হলো মেহজাবিন সফটড্রিংস পাউডারের তিনটি টিভিসির শুটিং।
শুটিংয়ের এই ব্যস্ততার মাঝেও সময় দিলেন পরিচালক আরিফুর রহমান কাকন। জানালেন, আসন্ন মাহে রমজানকে কেন্দ্র করেই তৈরি হচ্ছে বিজ্ঞাপনগুলো। সময় কম, তাই একদিনেই তিনটি টিভিসির শুটিং করতে হচ্ছে।
একদিনে তিনটি টিভিসি শুট করা সম্ভব কি না—এমন প্রশ্নে তিনি বললেন, “এটা নির্ভর করে গল্প, শিল্পীদের সহযোগিতা ও সঠিক পরিকল্পনার ওপর। আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি, আর বিগত দিনগুলোতে চ্যালেঞ্জ নিয়েই সফল হয়েছি। আজও বিশ্বাস করি, দিনশেষে সফল হবো!”
শুটিং সেটের ব্যস্ত মুহূর্তের মাঝে পরিচালকের আত্মবিশ্বাসই বলে দেয়, এই চ্যালেঞ্জও জয় হবে!