সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের আলামত পরীক্ষা করবে মার্কিন সংস্থা

- আপডেট সময় : ০১:২১:০৭ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ ১৪ বার পড়া হয়েছে
আলোচিত সাগর রুনি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে হাজতী, সাবেক গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ অনেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নষ্ট হওয়া আলামত নিয়ে কাজ করতে আমেরিকান একটি ডিএনএ সংস্থাকে দায়িত্ব দিয়েছে সরকার। এসব তথ্য জানিয়েছেন হত্যা মামলার আইনজীবী শিশির মনির।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের শাল্লায় উন্নয়ন ফোরামের মেধাবৃত্তি ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন শিশির মনির। তিনি বলেন, সাগর রুনির হত্যা ব্যাপারে পিবিআই, সিআইডির সমন্বয়ে ৫ সদস্যের একটি জয়েন্ট ট্রাস্কফোর্স গঠিত হয়েছে। হাইকোর্টের নির্দেশে ৪ এপ্রিল আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।
তদন্তকারী কর্মকর্তাদের সাথে মিটিং হয়েছে বলেও জানান তিনি। তদন্তে বেশ কিছু অগ্রগতিও হয়েছে। জেলে থাকা ব্যক্তিদের জবানবন্দি নেয়া হয়েছে। আগে দায়িত্বে থাকা কর্মকর্তা, টেলিভিশনে দায়িত্ব থাকা ব্যক্তিদের জবানবন্দি নেয় হয়েছে। ফলে এই বিষয়টি তদন্ত সন্তোষজনক হবে বলে জানান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এই আইনজীবী।
এর আগে, নিজের উদ্যোগে ১৭টি স্কুল ও মাদরাসার দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীদের লেখা পড়ার দায়িত্ব নিয়ে মাসিক মেধাবৃত্তি ও ১০ জন অসহায় প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন তিনি।