গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন গাঙ্গুলি

- আপডেট সময় : ০২:৩৯:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ বার পড়া হয়েছে
একটু এদিক-ওদিক হলেই ঘটতে পারত বড় দুর্ঘটনা। তবে এযাত্রায় রক্ষা পেয়েছেন সৌরভ গাঙ্গুলি। ভারতের সাবেক অধিনায়ক গত বৃহস্পতিবার রাতে দেশটির দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে গাড়ি দুর্ঘটনার শিকার হলেও অল্পের জন্য আহত হননি।
গাঙ্গুলির একটি অনুষ্ঠানে যোগ দিতে বর্ধমানে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। সাবেক ভারত ব্যাটার তার রেঞ্জ রোভারে ভ্রমণ করছিলেন। যখন একটি লরি তার গাড়িকে ওভারটেক করে, তখন ড্রাইভার ব্রেক করতে বাধ্য হন হুট করেই। ফলে গাঙ্গুলির গাড়ির পিছনে থাকা গাড়িগুলো তাঁর গাড়ির সাথে ধাক্কা খায়। তবে ভাগ্যক্রমে, গাঙ্গুলি কোনো চোট পাননি।,
টাইমস নাও-এর প্রতিবেদন অনুযায়ী, ঘটনার সময় গাঙ্গুলির গাড়ির গতি খুব বেশি ছিল না, যা চালককে ব্রেক করতে এবং যে কোনও বড় দুর্ঘটনা এড়াতে সাহায্য করেছে। সংঘর্ষের পর দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ,
এরপর অনুষ্ঠানের জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগে গাঙ্গুলি এক্সপ্রেসওয়েতে ১০ মিনিট অপেক্ষা করেছিলেন। সেই সময়ে তিনি ছাত্রদের সাথে কথা বলেন করেন। ভারততের ক্রিকেটের ভবিষ্যত সম্পর্কে আলোকপাত করার পাশাপাশি তার বর্ণাঢ্য ক্যারিয়ারের স্মৃতিচারণও করেন।