মাতৃভাষা দিবসে কুমারখালী ব্লাড ডোর্নাস ক্লাবের ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচি

- আপডেট সময় : ০৪:৫৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমারখালী ব্লাড ডোর্নাস ক্লাবের আয়োজনে ফ্রী ব্লাড গ্রুপিং নির্ণয় কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১২টা থেকে দিনব্যাপী উপজেলার আবুল হোসেন তরুণ অডিটোরিয়াম চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম।
ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগণস্টিক সেন্টারের সার্বিক সহযোগীতায় কুমারখালী ব্লাড ডোর্নাসের একটি টিম ব্লাড গ্রুপ চেকিংয়ের কাজ করে।
এ সময় সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি সাগর শেখ’এর নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইয়া রাফি পলাশ ,ডা. আব্দুর রহিম, জীবন-নয়ন ,নাইম, লিখন ,আছুরা ,সজিব বক্তিয়ার ,রামিম প্রমুখ।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি সাগর শেখ বলেন, কুমারখালী ব্লাড ডোর্নাস ক্লাব সবসময় আর্থ সামাজিক ও মানবিক কাজে জড়িত থাকে, ছিলো এবং ভবিষ্যতেও থাকবে। তারই ধারাবাহিকতায় ভাষা দিবসে আমাদের এই আয়োজন।