স্ত্রীর সামনে পায়ের রগ কেটে হত্যার অভিযোগ

- আপডেট সময় : ০২:২১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫ ১৫ বার পড়া হয়েছে
ঢাকার ধামরাইয়ে পূর্ব শত্রুতার জেরে বাবুল হোসেন (৫২) নামের এক ব্যক্তিকে তার স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) কুল্লা ইউনিয়নের বড় কুশিয়ারা এলাকায় এ ঘটনা ঘটে।
বাবুল কুল্লা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য এবং মাখুলিয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। চার মাস আগে একই স্থানে ভাসমান অবস্থায় তার বাবার লাশ পাওয়া যায়।
স্থানীয় ও নিহতের স্বজনরা জানায়, বাবুল ও তার স্ত্রী ইয়াসমিন বেগম দুপুর ২টার দিকে তার জমিতে সরিষা মাড়াই করছিলেন। এ সময় কয়েকজন তাকে ঘিরে এলোপাথাড়িভাবে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। তার একটি চোখ উপড়ে ফেলা হয়। পায়ের রগ কেটে দেওয়া হয়।
স্ত্রীর ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে গেলে তারা দৌড়ে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইয়াসমিন খুনিদের পা ধরে স্বামীর প্রাণ ভিক্ষা চেয়েছিলেন কিন্তু তাদের মন গলেনি বলে জানান নিহতের আত্মীয় আসিফ হোসেন।
নিহতের চাচাতো ভাই সাইদুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জেরে একই এলাকার শওকত আলী, রাজিব হোসেন, আশরাফ আলী, আনর আলীসহ কয়েকজন মিলে বাবুলকে কুপিয়ে হত্যা করে। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘বাবুলের খুনিদের ধরা চেষ্টায় আছি।’