ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

জামায়াতকে দাবার ঘুঁটি বানালে নেতাকর্মীরা মেনে নেবে না : আমির

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫ ১৩ বার পড়া হয়েছে

জাতীয় প্রেসক্লাবে ঢাকা দক্ষিণ জামায়াতের আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন দলের আমির ডা. শফিকুর রহমান

দৈনিক মিরর টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামায়াতে আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত ইসলামীকে কেউ দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করতে চাইলে সেটা দলের কোনো নেতাকর্মী মেনে নেবেন না।

 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ঢাকা দক্ষিণ জামায়াতের এক অনুষ্ঠানে দলের আমির এ মন্তব্য করেন।

 

ডা. শফিকুর রহমান বলেন, ইতিহাস কোনো দলের হতে পারে না, এটা হয় জাতির; কিন্তু অনেকে তা ভুলে যায়, জামায়াতে ইসলামী তা করেনি কখনও। জামায়াত ইসলামী কোনো বিশৃঙ্খলা করতে চায় না। তবে কেউ যদি দাবার ঘুঁটি হিসেবে জামায়াতকে ব্যবহার করে, সেটা জামায়াতের কোনো একজন নেতাকর্মীও মেনে নেবে না।

 

জামায়াতের আমির আরও বলেন, আমরা যেটা করিনি, সেটা যদি আমাদের নাম চালিয়ে দেওয়া হয় তাহলে প্রতিবাদ করতে হবে। আমাদের ভুল থাকলে ধরিয়ে দিন, সত্য কথা দিয়ে আপনারা সমালোচনা করতে পারেন।

 

ফ্যাসিবাদ বিদায় নিলেও এখনও এ ধরনের আচরণ বন্ধ হয়নি উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, এ ধরনের কাজ যারা করছে তাদেরও ফ্যাসিবাদ হিসেবে চিহ্নিত করতে হবে। কোনো দল বা গোষ্ঠী জুলুম করলে, ফ্যাসিবাদী আচরণ করলে জামায়াতের নেতাকর্মীরা জীবন দিয়ে হলেও তাদের বিরুদ্ধে লড়াই-আন্দোলন অব্যাহত রাখবে।

 

ডা. শফিকুর রহমান আরও বলেন, ভাষাশহীদদের প্রতি রাষ্ট্র সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেনি, এটা জাতির জন্য লজ্জার। বিগত সরকার দলটির পছন্দের মানুষ ছাড়া সবার সঙ্গে জুলুম করেছে। শহীদদের পরিবারের সদস্যরা কষ্টে আছে।

 

আওয়ামী লীগ সরকার অবৈধভাবে বিচার বিভাগকে কুক্ষিগত করে নিজেদের মতো করে জামায়াতনেতাদের দমন করেছে দাবি করে ডা. শফিকুর রহমান বলেন, গত বছরগুলোতে তারা জাতির সঙ্গে মশকরা করেছে। শহীদদের নিয়ে রাজনীতি করলেও তাদের সঠিক মর্যাদা দেয়নি।

 

কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকিরের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর নায়েবে আমির ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি মো. দেলাওয়ার হোসেন, মহানগরীর কর্মপরিষদ সদস্য ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম।

 

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি মো. কামাল হোসাইন, ড. আব্দুল মান্নান, শামসুর রহমান প্রমুখ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জামায়াতকে দাবার ঘুঁটি বানালে নেতাকর্মীরা মেনে নেবে না : আমির

আপডেট সময় : ০১:৫৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫

জামায়াতে আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত ইসলামীকে কেউ দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করতে চাইলে সেটা দলের কোনো নেতাকর্মী মেনে নেবেন না।

 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ঢাকা দক্ষিণ জামায়াতের এক অনুষ্ঠানে দলের আমির এ মন্তব্য করেন।

 

ডা. শফিকুর রহমান বলেন, ইতিহাস কোনো দলের হতে পারে না, এটা হয় জাতির; কিন্তু অনেকে তা ভুলে যায়, জামায়াতে ইসলামী তা করেনি কখনও। জামায়াত ইসলামী কোনো বিশৃঙ্খলা করতে চায় না। তবে কেউ যদি দাবার ঘুঁটি হিসেবে জামায়াতকে ব্যবহার করে, সেটা জামায়াতের কোনো একজন নেতাকর্মীও মেনে নেবে না।

 

জামায়াতের আমির আরও বলেন, আমরা যেটা করিনি, সেটা যদি আমাদের নাম চালিয়ে দেওয়া হয় তাহলে প্রতিবাদ করতে হবে। আমাদের ভুল থাকলে ধরিয়ে দিন, সত্য কথা দিয়ে আপনারা সমালোচনা করতে পারেন।

 

ফ্যাসিবাদ বিদায় নিলেও এখনও এ ধরনের আচরণ বন্ধ হয়নি উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, এ ধরনের কাজ যারা করছে তাদেরও ফ্যাসিবাদ হিসেবে চিহ্নিত করতে হবে। কোনো দল বা গোষ্ঠী জুলুম করলে, ফ্যাসিবাদী আচরণ করলে জামায়াতের নেতাকর্মীরা জীবন দিয়ে হলেও তাদের বিরুদ্ধে লড়াই-আন্দোলন অব্যাহত রাখবে।

 

ডা. শফিকুর রহমান আরও বলেন, ভাষাশহীদদের প্রতি রাষ্ট্র সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেনি, এটা জাতির জন্য লজ্জার। বিগত সরকার দলটির পছন্দের মানুষ ছাড়া সবার সঙ্গে জুলুম করেছে। শহীদদের পরিবারের সদস্যরা কষ্টে আছে।

 

আওয়ামী লীগ সরকার অবৈধভাবে বিচার বিভাগকে কুক্ষিগত করে নিজেদের মতো করে জামায়াতনেতাদের দমন করেছে দাবি করে ডা. শফিকুর রহমান বলেন, গত বছরগুলোতে তারা জাতির সঙ্গে মশকরা করেছে। শহীদদের নিয়ে রাজনীতি করলেও তাদের সঠিক মর্যাদা দেয়নি।

 

কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকিরের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর নায়েবে আমির ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি মো. দেলাওয়ার হোসেন, মহানগরীর কর্মপরিষদ সদস্য ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম।

 

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি মো. কামাল হোসাইন, ড. আব্দুল মান্নান, শামসুর রহমান প্রমুখ