গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে ভূরুঙ্গামারীতে বিক্ষোভ

- আপডেট সময় : ০৪:০২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫ ২৮ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বরোচিত গণহত্যা এবং ভারতে মুসলিম বিরোধী আগ্রাসনের প্রতিবাদে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) দুপুরে ভূরুঙ্গামারীর সর্বস্তরের তৌহিদী মুসলিম জনতার আয়োজনে এ বিক্ষোভ কর্মসূচী পালিত হয়।
ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বাদ জুম্মা একটি বিক্ষোভ মিছিল বের হয়। উপজেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে বাসস্ট্যান্ডে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ইসরাইল যুদ্ধ বিরতি ভেঙে গাজার নিরস্ত্র মানুষের ওপর হামলা করেছে। এতে গত দু’দিনে শিশুসহ এক হাজারের অধিক ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে।
ভারতে হোলি উৎসবে মুসলিম নির্যাতনের ঘটনা ঘটেছে। এছাড়া ভারতে দীর্ঘদিন যাবত মুসলিম বিরোধী আগ্রাসন চলমান রয়েছে। ইসরাইল ও ভারতে মানবতা বিরোধী কর্মকান্ড চলছে।
বিক্ষোভ সমাবেশ বক্তারা গাজায় ইসরাইলের গণহত্যা এবং ভারতে মুসলিম বিরোধী আগ্রাসন বন্ধ করতে জাতিসংঘসহ অন্যান্য বিশ্ব সংস্থাকে জোড়ালো পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
ছাত্রনেতা সাহাদৎ হোসেনের সঞ্চালনায় এসময় কওমি ওলামা পরিষদ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মাহমুদুল হাসান কাশেমী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি এসএম মনিরুজ্জামান, উপজেলা জামায়াত ইসলামের আমির আনোয়ার হোসেন, ভূরুঙ্গামারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান সরকার স্বপন, খতিব মাওলানা খাইরুল ইসলাম, মাওলানা খালিদ সাইফুল্লাহ ও ছাত্রনেতা রোকনুজ্জামান রোকন প্রমুখ বক্তব্য রাখেন।