ঋণের টাকা না তুলে দেওয়ায় স্ত্রীর গলায় ছুরি চালালেন স্বামী

- আপডেট সময় : ০৭:০৪:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫ ৬ বার পড়া হয়েছে
নড়াইলে ঋণের টাকা তুলে না দেওয়ায় স্ত্রী রেহেনা বেগম (৩৫) গলায় ছুরি চালিয়ে হত্যার চেষ্টা করেছে ভ্যানচালক স্বামী মাজারুল বিশ্বাস। আহত অবস্থায় রেহেনা বেগম কে নড়াইল আধুনিক সদর হাসপাতলে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৮মার্চ) দুপুরের দিকে নড়াইলের সীমান্তবর্তী মাগুরা জেলার শালিখা উপজেলার গঙ্গারামপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
হাসপাতালে আহতের স্বজন ইয়াসিন মুনসী জানান,স্থানীয় সমিতির কাছে ১ লাখ টাকা ঋণ থাকা অবস্থায় ও রেহেনার স্বামী মাজারুল বিশ্বাস আবারও তাকে সমিতি থেকে ২লক্ষ টাকা ঋণ এনে দিতে চাপ দেয়। এঘটনা নিয়ে মঙ্গলবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মাজারুল রেহেনা বেগম কে চেয়ার থেকে ঘরের মেঝেতে ফেলে দেন। এরপর পায়ে চেপে ধরে গলায় ছুরি চালান। এসময় তার চিৎকারে প্রতিবেশি লোকজন এগিয়ে আসলে মাজারুল পালিয়ে যায়। পরে স্বজনরা আহত অবস্থায় রেহেনা বেগম কে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতাল নিয়ে আসে।
নড়াইল আধুনিক সদর হাসপাতালে সহকারী সার্জন ডা. সোহেলী জামান বলেন, রেহেনা বেগম কে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে আশঙ্কা মুক্ত আছেন।
শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওলি মিয়া বুধবার(১৯মার্চ) সকালে জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।