সংবাদ শিরোনাম ::
জাতীয় বার্ন ইনস্টিটিউটের ১৫তলা থেকে পড়ে রোগীর মৃত্যু

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৬:০৮:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫ ৩ বার পড়া হয়েছে
রাজধানীতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ১৫ তলা থেকে লাফিয়ে পড়ে পলাশ (৩৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। ৬০১ নম্বর ওয়ার্ডে ছিলেন ওই রোগী। বুধবার (১৯ মার্চ) সকালের দিকে এ ঘটনা ঘটে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. শাওন বিন রহমান জানান, নিহত পলাশ ইনহ্যালেশন বার্ন নিয়ে ৬০১-এইচডিইউতে ভর্তি ছিলেন। ওই রোগীর আগে থেকেই মানসিক সমস্যা ছিল। সকালের দিকে তাকে ওয়ার্ডে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে খোঁজাখুঁজি করে বার্নের পেছনের রাস্তায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। যেহেতু পেছন দিক থেকে পড়ে মারা গেছে, সেহেতু ১৫তলা ছাড়া আর কোথাও দিয়ে পড়ার সুযোগ নেই।
বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করার কথাও জানান তিনি।