খাসির মাংস রান্না করতে রাজি না হওয়ায় স্ত্রীকে হত্যা!

- আপডেট সময় : ০৪:৩১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ ১১ বার পড়া হয়েছে
খাসির মাংস রান্না করতে অস্বীকৃতি জানানোর অভিযোগে স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছেন এক ব্যক্তি। মঙ্গলবার (১৮ মার্চ) ভারতের তেলেঙ্গানার মাহাবুবাবাদে এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ওই নারীর নাম মালোথ কলাবতী (৩৫)। অভিযুক্তের নাম এম বালু। কলাবতীর মা দাবি করেছেন, গভীর রাতে ঝগড়ার সময় কলাবতীকে তার স্বামী আক্রমণ করে হত্যা করে। এসময় আশপাশে কেউ ছিল না।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, অভিযুক্ত ব্যক্তি একজন কৃষি শ্রমিক। তিনি খাসির মাংস কিনে এনে তার স্ত্রীকে রান্না করতে বলেছিল। কিন্তু কলাবতী রান্না করতে রাজি না হলেও তাদের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে স্ত্রীকে লাঠি দিয়ে মারতে শুরু করেন বালু। এসময় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই নারীর।
ঘটনার খবর পেয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ প্রমাণ সংগ্রহ এবং অপরাধের বিস্তারিত নিশ্চিত করার জন্য তদন্ত শুরু করেছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ মাহাবুবাবাদ সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। এমন তুচ্ছ পারিবারিক বিষয়কে কেন্দ্র করে এ ধরনের চরম সহিংসতার ঘটনা স্থানীয়দেরও হতবাক করেছে।
ঘটনাটি পারিবারিক সহিংসতার ক্রমবর্ধমান উদ্বেগের বিষয়টি নতুন করে সামনে এনেছে। যার কারণে সচেতনতা এবং কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দেয়ার কথা বলছেন অনেকে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি