যুবকের পেট থেকে ৬ স্বর্ণের বার উদ্ধার

- আপডেট সময় : ০৩:৪৬:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ ১৩ বার পড়া হয়েছে
ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অভিযানে এক যুবকের পেট থেকে ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) বিকেলে এসব বার উদ্ধার করা হয়।
ওই যুবকের নাম রাজ রকি (৩২)। তিনি চুয়াডাঙ্গার জীবননগর থানার গয়েশপুর গ্রামের রেজাউল হক লিটনের ছেলে।
বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অভিযান চালিয়ে আটকের পর রকিকে জীবননগর বিওপি ক্যাম্পে নেয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে মলত্যাগ করানো হলে পেট থেকে দুটো পোটলা বেরিয়ে আসে। ওই পোটলা খুলে ছয়টি স্বর্ণের বার পাওয়া যায়। পরে উদ্ধারকৃত স্বর্ণের বার পরীক্ষা-নিরীক্ষা শেষে আদালতের মাধ্যমে সরকারি কোষাগারে জমা করা হয়েছে।
মহেশপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, স্বর্ণ ও মাদক চোরাচালান রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে। চোরাকারবারিরা যে কৌশল অবলম্বন করুক না কেন বিজিবির চৌকস সদস্যরা তাদের ধরে ফেলতে সক্ষম হবে।