মাগুরার সেই শিশুর পরিবারের জন্য ঈদ উপহার পাঠালেন তারেক রহমান

- আপডেট সময় : ০৪:৫৩:০৮ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫ ১৩ বার পড়া হয়েছে
মাগুরায় ধর্ষণ ও নির্যাতনে নিহত শিশু আছিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে শিশুটির পরিবারের জন্য বিশেষ ঈদ উপহার পাঠিয়েছেন তিনি।
সোমবার (১৭ মার্চ) সকালে শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে উপস্থিত হয়ে আছিয়ার পরিবারের হাতে তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহারটি তুলে দেন বিএনপির কেন্দ্রীয় নেত্রী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি।
সাবেক এ সংসদ সদস্য বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে শিশুটির পরিবারের সদস্যদের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন। এছাড়াও তিনি সব সময় এ পরিবারের খোঁজখবর রাখছেন।
তিনি বলেন, মেয়েটির মা তিন দিন একটা পোশাক পরে রয়েছেন। এ খবর তারেক রহমান জানতে পেরে ওই পরিবারের সদস্যদের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন।
ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় থাকাকালীন শুরু থেকেই আছিয়ার চিকিৎসাসহ যাবতীয় সবকিছুর দায়িত্ব নিয়েছিলেন তারেক রহমান। তবে শত চেষ্টার পরও বাঁচানো যায়নি আছিয়াকে।