ঢাকা ০৩:১১ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

৬ হাজার কোটি টাকার টি-টোয়েন্টি লিগ আনবে সৌদি আরব!

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৮:৩২ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫ ১২ বার পড়া হয়েছে

৬ হাজার কোটি টাকার টি-টোয়েন্টি লিগ আনবে সৌদি আরব!

দৈনিক মিরর টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বলা চলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে আইপিএলেরই দাপট। সেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) টক্কর দেওয়ার জন্য সৌদি আরব গোপনে একটি নতুন বৈশ্বিক টি-টোয়েন্টি লিগের পরিকল্পনা করছে। যা কয়েক দশকের মধ্যে খেলাধুলার জগতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

সিডনি মর্নিং হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই টি-টোয়েন্টি লিগটি এক বছরেরও বেশি সময় ধরে প্রক্রিয়াধীন। যার কারিগর মূলত সাবেক নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়ার অলরাউন্ডার নিল ম্যাক্সওয়েল। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের ম্যানেজারও।

 

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত ক্রীড়া বিনিয়োগকারী সংস্থা এসআরজে স্পোর্টস ইনভেস্টমেন্টস এই নামহীন টি-টোয়েন্টি লিগের প্রধান বিনিয়োগকারী। সেখানে তাদের ৫০০ মিলিয়ন মার্কিন ডলার তথা বাংলাদেশি মুদ্রায় ৬ হাজার ৬৯ কোটি টাকার বেশি বিনিয়োগের কথা শোনা যাচ্ছে। একইসঙ্গে, বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। যার বর্তমান চেয়ারম্যান জয় শাহ; ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সচিব।

মূলত এই নতুন বৈশ্বিক টি-টোয়েন্টি লিগ সৌদি আরবের দ্রুত প্রসারমান ক্রীড়া বিনিয়োগের অংশ হতে যাচ্ছে। যাদের সাফল্যের মধ্যে লিভ গলফ, ফর্মুলা ১ রেস এবং ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপের স্বাগতিক হওয়ার কীর্তি রয়েছে। এখানে উল্লেখ্য নিল ম্যাক্সওয়েল আগে অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন ও ক্রিকেট নিউ সাউথ ওয়েলসের বোর্ড সদস্য হিসেবেও কাজ করেছেন।

প্রতিবেদন অনুযায়ী নতুন টি-টোয়েন্টি লিগটিতে আটটি দল থাকবে এবং তা টেনিসের গ্র্যান্ড স্ল্যামের মডেলের ওপর ভিত্তি করে পরিচালিত হবে। যা গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের মতো বছরে চারটি ভিন্ন ভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে। টেনিসের গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট যথা —অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেনও বছরে চারবার অনুষ্ঠিত হয়। নতুন এই টি-টোয়েন্টি লিগ নিয়েও একইভাবে পরিকল্পনা করা হয়েছে।

 

বিশ্ব ক্রিকেটের ব্যস্ত ক্রীড়াসূচি মাথায় রেখে এই লিগটি এমন সময়ে অনুষ্ঠিত হবে, যাতে আন্তর্জাতিক বা বড় কোনও টি-টোয়েন্টি লিগের (যেমন আইপিএল বা বিগব্যাশ) সঙ্গে এর সূচি সাংঘর্ষিক না হয়। 

দলগুলোর বিষয়ে বলা হয়েছে, ভিন্ন ভিন্ন দেশ থেকে সম্ভাব্য হিসেবে একটি ফ্র্যাঞ্চাইজি দল লিগে অংশ নেবে। যেমন অস্ট্রেলিয়া থেকে থাকবে একটি। এছাড়া, লিগে পুরুষ ও নারী উভয় বিভাগের প্রতিযোগিতা থাকবে এবং ফাইনাল অনুষ্ঠিত হবে সৌদি আরবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৬ হাজার কোটি টাকার টি-টোয়েন্টি লিগ আনবে সৌদি আরব!

আপডেট সময় : ০১:০৮:৩২ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫

বলা চলে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে আইপিএলেরই দাপট। সেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) টক্কর দেওয়ার জন্য সৌদি আরব গোপনে একটি নতুন বৈশ্বিক টি-টোয়েন্টি লিগের পরিকল্পনা করছে। যা কয়েক দশকের মধ্যে খেলাধুলার জগতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

সিডনি মর্নিং হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই টি-টোয়েন্টি লিগটি এক বছরেরও বেশি সময় ধরে প্রক্রিয়াধীন। যার কারিগর মূলত সাবেক নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়ার অলরাউন্ডার নিল ম্যাক্সওয়েল। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের ম্যানেজারও।

 

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত ক্রীড়া বিনিয়োগকারী সংস্থা এসআরজে স্পোর্টস ইনভেস্টমেন্টস এই নামহীন টি-টোয়েন্টি লিগের প্রধান বিনিয়োগকারী। সেখানে তাদের ৫০০ মিলিয়ন মার্কিন ডলার তথা বাংলাদেশি মুদ্রায় ৬ হাজার ৬৯ কোটি টাকার বেশি বিনিয়োগের কথা শোনা যাচ্ছে। একইসঙ্গে, বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। যার বর্তমান চেয়ারম্যান জয় শাহ; ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সচিব।

মূলত এই নতুন বৈশ্বিক টি-টোয়েন্টি লিগ সৌদি আরবের দ্রুত প্রসারমান ক্রীড়া বিনিয়োগের অংশ হতে যাচ্ছে। যাদের সাফল্যের মধ্যে লিভ গলফ, ফর্মুলা ১ রেস এবং ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপের স্বাগতিক হওয়ার কীর্তি রয়েছে। এখানে উল্লেখ্য নিল ম্যাক্সওয়েল আগে অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন ও ক্রিকেট নিউ সাউথ ওয়েলসের বোর্ড সদস্য হিসেবেও কাজ করেছেন।

প্রতিবেদন অনুযায়ী নতুন টি-টোয়েন্টি লিগটিতে আটটি দল থাকবে এবং তা টেনিসের গ্র্যান্ড স্ল্যামের মডেলের ওপর ভিত্তি করে পরিচালিত হবে। যা গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের মতো বছরে চারটি ভিন্ন ভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে। টেনিসের গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট যথা —অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেনও বছরে চারবার অনুষ্ঠিত হয়। নতুন এই টি-টোয়েন্টি লিগ নিয়েও একইভাবে পরিকল্পনা করা হয়েছে।

 

বিশ্ব ক্রিকেটের ব্যস্ত ক্রীড়াসূচি মাথায় রেখে এই লিগটি এমন সময়ে অনুষ্ঠিত হবে, যাতে আন্তর্জাতিক বা বড় কোনও টি-টোয়েন্টি লিগের (যেমন আইপিএল বা বিগব্যাশ) সঙ্গে এর সূচি সাংঘর্ষিক না হয়। 

দলগুলোর বিষয়ে বলা হয়েছে, ভিন্ন ভিন্ন দেশ থেকে সম্ভাব্য হিসেবে একটি ফ্র্যাঞ্চাইজি দল লিগে অংশ নেবে। যেমন অস্ট্রেলিয়া থেকে থাকবে একটি। এছাড়া, লিগে পুরুষ ও নারী উভয় বিভাগের প্রতিযোগিতা থাকবে এবং ফাইনাল অনুষ্ঠিত হবে সৌদি আরবে।