ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ফোনে স্ত্রীকে ‘বিদায়’ বলে ট্রেনের নিচে স্বামীর ঝাঁপ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ ৭ বার পড়া হয়েছে

খায়রুল বাশার সুজন

দৈনিক মিরর টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে ফোন করে ‘বিদায়’ বলেই চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন পোশাক কারখানার এক শ্রমিক। এতে ট্রেনে কাটা পড়ে ওই শ্রমিক ঘটনাস্থলে নিহত হন।

 

গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় শ্রীপুর রেল স্টেশনসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম খায়রুল বাশার সুজন (৩৫)।

 

তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুরশা গ্রামের আবুল কালামের ছেলে। সুজন শ্রীপুর পৌর শহরের চন্নাপাড়া এলাকায় ভাড়া থেকে সেখানে একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

 

স্বজনরা জানায়, এর আগে সুজন তার ফেসবুক আইডি থেকে পর পর দুইটি স্ট্যাটাস দিয়েছিলেন। প্রথম স্ট্যাটাসে তিনি লিখেন, ‘সুখে থাকিস রাজকুমারী।

 

আর কয়েকঘণ্টা পরে আমার মৃত্যুর খবর শুনতে পাবি। অনেক ভালোবাসতাম তোকে। কিন্তু…’ পরে তিনি আরো একটি স্ট্যাটাস দেন। সেখানে লিখেন, ‘শ্রীপুর রেলস্টশন। আজ রেলে কাটা লাশ হয়ে যাব।’

 

নিহতের স্ত্রী রাজকুমারী ওরফে ফাতেমা আক্তার জানান, তারা বৃহস্পতিবার সকালে একসঙ্গে বাসা থেকে বের হয়েছিলেন। বিকেল পর্যন্ত তার স্বামী বাসায় না ফেরায় তিনি ফোন দিয়েছিলেন। ওই সময় ‘শ্রীপুর আছি’ বলে ফোন কেটে দেন। পরে তাকে ফোন করে শুধু বলেন, ‘বিদায়’।

 

এরপর ট্রেনের শব্দ পান তিনি। তবে তার স্বামীর আত্মহত্যার কোনো কারণ জানা নেই বলে দাবি করেছেন তিনি। শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শামীমা জাহান জানান, ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি শ্রীপুর রেল স্টেশন অতিক্রম করার সময় হঠাৎ ওই ব্যক্তি কানে মোবাইল ফোন চেপে রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফোনে স্ত্রীকে ‘বিদায়’ বলে ট্রেনের নিচে স্বামীর ঝাঁপ

আপডেট সময় : ১০:৪২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে ফোন করে ‘বিদায়’ বলেই চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন পোশাক কারখানার এক শ্রমিক। এতে ট্রেনে কাটা পড়ে ওই শ্রমিক ঘটনাস্থলে নিহত হন।

 

গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় শ্রীপুর রেল স্টেশনসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম খায়রুল বাশার সুজন (৩৫)।

 

তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুরশা গ্রামের আবুল কালামের ছেলে। সুজন শ্রীপুর পৌর শহরের চন্নাপাড়া এলাকায় ভাড়া থেকে সেখানে একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

 

স্বজনরা জানায়, এর আগে সুজন তার ফেসবুক আইডি থেকে পর পর দুইটি স্ট্যাটাস দিয়েছিলেন। প্রথম স্ট্যাটাসে তিনি লিখেন, ‘সুখে থাকিস রাজকুমারী।

 

আর কয়েকঘণ্টা পরে আমার মৃত্যুর খবর শুনতে পাবি। অনেক ভালোবাসতাম তোকে। কিন্তু…’ পরে তিনি আরো একটি স্ট্যাটাস দেন। সেখানে লিখেন, ‘শ্রীপুর রেলস্টশন। আজ রেলে কাটা লাশ হয়ে যাব।’

 

নিহতের স্ত্রী রাজকুমারী ওরফে ফাতেমা আক্তার জানান, তারা বৃহস্পতিবার সকালে একসঙ্গে বাসা থেকে বের হয়েছিলেন। বিকেল পর্যন্ত তার স্বামী বাসায় না ফেরায় তিনি ফোন দিয়েছিলেন। ওই সময় ‘শ্রীপুর আছি’ বলে ফোন কেটে দেন। পরে তাকে ফোন করে শুধু বলেন, ‘বিদায়’।

 

এরপর ট্রেনের শব্দ পান তিনি। তবে তার স্বামীর আত্মহত্যার কোনো কারণ জানা নেই বলে দাবি করেছেন তিনি। শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শামীমা জাহান জানান, ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি শ্রীপুর রেল স্টেশন অতিক্রম করার সময় হঠাৎ ওই ব্যক্তি কানে মোবাইল ফোন চেপে রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েন।