ধর্ষণের বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-জনতার মশাল মিছিল

- আপডেট সময় : ১০:৪৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ ১ বার পড়া হয়েছে
ধর্ষণে অভিযুক্তদের বিচার নিশ্চিতের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল হয়েছে। মিছিলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিও করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে ‘ছাত্র-জনতার মশাল মিছিল’ শীর্ষক ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মশাল মিছিলটি শুরু হয়। মশাল হাতে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন বামপন্থী ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীরা।
এরপর মোমবাতি হাতে মাগুরায় ধর্ষণের শিকার শিশুর মৃত্যুতে শোক পালন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে রাজু ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ চৌধুরী বলেন, ‘এই পুলিশ আমার দেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এই মশালের আগুন আমাদের বুকের আগুন।
’
মিছিলটি নীলক্ষেত মোড় ঘুরে বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে বিজয় একাত্তর হল ঘুরে আবার রাজু ভাস্কর্য হয়ে শহীদ মিনারের দিকে মিছিলটি এগিয়ে যায়।
এ সময় হাতে মশাল জ্বালিয়ে প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারী ছাত্র-জনতা। তাদের স্লোগান ছিল ‘আছিয়া মরল কেন, প্রশাসন জবাব দে’, ‘বাহ্ পুলিশ চমৎকার, ধর্ষকের পাহারাদার,’ ‘জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো’, ‘জাহাঙ্গীরের গদিতে, আগুন জ্বালো একসাথে’, ‘যে হাত ধর্ষণ করে সেই হাত ভেঙে দাও’, ‘নিপীড়কের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘জাহাঙ্গীররের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘আবু সাইদের বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই’, ‘মুগ্ধের বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই’, ‘অবিলম্বে মিথ্যা মামলা, প্রত্যাহার করতে হবে’।