সৌদি আরবে ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি

- আপডেট সময় : ১১:৪৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ ২ বার পড়া হয়েছে
সৌদি আরবের কর্মী ও শিক্ষার্থীরা মার্চের শেষের দিকে ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি উপভোগ করবেন। মুসলমানরা রমজান মাসের সমাপ্তি উদযাপনের জন্য ঈদুল ফিতর পালন করায় মুসলিমপ্রধান দেশগুলোর সরকারি ও বেসরকারি খাতের কর্মীরা কয়েক দিনের ছুটি পান।
চলতি বছর সৌদি আরবে রমজান মাস শুরু হয়েছে ১ মার্চ। দেশটিতে সরকারি ঈদের ছুটি শুরু হবে রবিবার (৩০ মার্চ)।
এর ফলে কর্মীরা শুক্রবার (২৮ মার্চ) ও শনিবার (২৯ মার্চ) সাপ্তাহিক ছুটির পর টানা ছুটি পাবেন। ঈদের ছুটি চার দিন পর্যন্ত বাড়িয়ে বুধবার (২ এপ্রিল) পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। কর্মীরা ফের কাজে ফিরবেন বৃহস্পতিবার (৩ এপ্রিল)। সে হিসাবে দেশটিতে এবার কর্মীদের জন্য ঈদুল ফিতরের ছুটি থাকবে ছয় দিন।
অন্যদিকে দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, এবার শিক্ষার্থীদের জন্য ছুটি শুরু হবে ২০ মার্চ এবং তাদের ক্লাস ফের শুরু হবে ৬ এপ্রিল। তবে চাঁদ দেখার ভিত্তিতে ঈদুল ফিতরের প্রকৃত তারিখ নিশ্চিত করা হবে।
অন্যান্য ছুটি: এ ছাড়া জুনের শুরুর দিকে ঈদুল আজহা পালিত হওয়ায় সৌদি আরবে ওই সময়ও চার দিন পর্যন্ত সরকারি ছুটি থাকবে। ঈদুল আজহা আরবি জিলহজ মাসের ১০ তারিখে পালিত হয়, যা আরাফাতের দিনের পরের দিন।
ঈদুল আজহা মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যেখানে তারা নামাজ আদায় করেন, দান করেন ও পশু কোরবানি দেন। এর আগে আরাফাতের দিনে হজ পালনকারী মুসল্লিরা মক্কার বাইরে আরাফাতের ময়দানে জমায়েত হন।
বছরের পরবর্তী সময়ে সৌদি আরব ২৩ সেপ্টেম্বর জাতীয় দিবস উদযাপন করবে, যা দেশব্যাপী সরকারি ছুটি হিসেবে পালিত হবে।
সূত্র : আল অ্যারাবিয়া