ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

আইসক্রিম খেয়ে ফেলায় মাকে ধরিয়ে দিতে পুলিশ ডাকল শিশু!

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:০৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫ ৮ বার পড়া হয়েছে

আইসক্রিম পেয়ে খুশি হয়ে পুলিশদের সঙ্গে ছবি তোলে শিশুটি। ছবি: ফেসবুক

দৈনিক মিরর টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাধারণত কোনো বিপদে পড়লে সাহায্যের জন্য আমেরিকায় ৯১১ জরুরি সেবা নম্বরে কল দেওয়া হয়। সঙ্গে সঙ্গে ছুটে আসে উদ্ধারকর্মী কিংবা পুলিশ। তাই বলে মায়ের বিরুদ্ধে অভিযোগ জানাতে ৯১১ নম্বরে চার বছরের শিশুর ফোন খুব একটা সাধারণ ঘটনা নয়। আর অভিযোগ শুনে আক্কেলগুড়ুম পুলিশ সদস্যদের। কারণ ওই শিশুর অভিযোগ, মা তাকে না দিয়ে আইসক্রিম খেয়ে ফেলেছেন!

মার্কিন সংবাদমাধ্যম ইউপিআই জানায়, ঘটনাটি যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের। সম্প্রতি সেখানকার চার বছর বয়সী এক শিশু ৯১১ নম্বরে ফোন করে। মাউন্ট প্লেজেন্ট পুলিশ বিভাগের দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা ফোনটি রিসিভ করলে শিশুটি বলে, ‘মা খুব বাজে আচরণ করেছেন, তাকে ধরে নিয়ে যাও।’   

পুলিশ কর্মকর্তা কিছুই বুঝে উঠতে না পেরে শিশুটিকে বিষয়টি খুলে বলতে বলেন। সে আবারও বলে, ‘মা অন্যায় করেছেন, এ জন্য পুলিশ এসে মাকে ধরে নিয়ে যাক।’ পুলিশ কর্মকর্তা তখনো বুঝে উঠতে পারছিলেন না, আসলে ঠিক কী হয়েছে। পরে শিশুটির মায়ের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি বাচ্চাকে না দিয়ে আইসক্রিম খেয়েছেন। এতেই ক্ষুব্ধ হয়ে পুলিশে কল দিয়েছে সে।

শিশুটির দাবি রাখতে দুই নারী পুলিশ কর্মকর্তা তাদের বাড়িতে যান। তবে ততক্ষণে মাকে পুলিশে ধরিয়ে দেওয়ার দাবি থেকে সরে আসে শিশুটি। পরে ওই পুলিশ কর্মকর্তারা শিশুটির জন্য আইসক্রিম নিয়ে আসেন। আইসক্রিম পেয়ে খুশি হয়ে পুলিশদের সঙ্গে ছবিও তুলেছে শিশুটি। ভিলেজ অব মাউন্ট প্লেজেন্ট পুলিশ বিভাগ ফেসবুকে মজার এই ঘটনাটি শেয়ার করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আইসক্রিম খেয়ে ফেলায় মাকে ধরিয়ে দিতে পুলিশ ডাকল শিশু!

আপডেট সময় : ০৬:০৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫

সাধারণত কোনো বিপদে পড়লে সাহায্যের জন্য আমেরিকায় ৯১১ জরুরি সেবা নম্বরে কল দেওয়া হয়। সঙ্গে সঙ্গে ছুটে আসে উদ্ধারকর্মী কিংবা পুলিশ। তাই বলে মায়ের বিরুদ্ধে অভিযোগ জানাতে ৯১১ নম্বরে চার বছরের শিশুর ফোন খুব একটা সাধারণ ঘটনা নয়। আর অভিযোগ শুনে আক্কেলগুড়ুম পুলিশ সদস্যদের। কারণ ওই শিশুর অভিযোগ, মা তাকে না দিয়ে আইসক্রিম খেয়ে ফেলেছেন!

মার্কিন সংবাদমাধ্যম ইউপিআই জানায়, ঘটনাটি যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের। সম্প্রতি সেখানকার চার বছর বয়সী এক শিশু ৯১১ নম্বরে ফোন করে। মাউন্ট প্লেজেন্ট পুলিশ বিভাগের দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা ফোনটি রিসিভ করলে শিশুটি বলে, ‘মা খুব বাজে আচরণ করেছেন, তাকে ধরে নিয়ে যাও।’   

পুলিশ কর্মকর্তা কিছুই বুঝে উঠতে না পেরে শিশুটিকে বিষয়টি খুলে বলতে বলেন। সে আবারও বলে, ‘মা অন্যায় করেছেন, এ জন্য পুলিশ এসে মাকে ধরে নিয়ে যাক।’ পুলিশ কর্মকর্তা তখনো বুঝে উঠতে পারছিলেন না, আসলে ঠিক কী হয়েছে। পরে শিশুটির মায়ের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি বাচ্চাকে না দিয়ে আইসক্রিম খেয়েছেন। এতেই ক্ষুব্ধ হয়ে পুলিশে কল দিয়েছে সে।

শিশুটির দাবি রাখতে দুই নারী পুলিশ কর্মকর্তা তাদের বাড়িতে যান। তবে ততক্ষণে মাকে পুলিশে ধরিয়ে দেওয়ার দাবি থেকে সরে আসে শিশুটি। পরে ওই পুলিশ কর্মকর্তারা শিশুটির জন্য আইসক্রিম নিয়ে আসেন। আইসক্রিম পেয়ে খুশি হয়ে পুলিশদের সঙ্গে ছবিও তুলেছে শিশুটি। ভিলেজ অব মাউন্ট প্লেজেন্ট পুলিশ বিভাগ ফেসবুকে মজার এই ঘটনাটি শেয়ার করেছেন।