শ্রমিক অসন্তোষ মনিটরিংয়ে টোল ফ্রি হেল্পলাইন চালু

- আপডেট সময় : ০২:৪৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ১২ বার পড়া হয়েছে
আসন্ন ঈদুল-ফিতর উপলক্ষে শ্রমিক অসন্তোষ নিরসন ও শ্রম পরিস্থিতি নিবিড়ভাবে মনিটরিং করার লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর শ্রমিক হেল্পলাইন নাম্বার ১৬৩৫৭ চালু করেছে। এই নম্বরে ফোন করা সম্পূর্ণ টোল ফ্রি।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তৈরি পোশাক (আরএমজি) ও নন-আরএমজি সেক্টরের শ্রম পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও শ্রমিক অসন্তোষ নিরসনের উদ্দেশ্যে এই হেল্পলাইন চালু করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, শ্রমিকরা তাদের সমস্যার কথা জানাতে সরাসরি ১৬৩৫৭ নাম্বারে ফোন করতে পারবেন এবং এটি টোল ফ্রি হওয়ায় কোনো খরচ ছাড়াই অভিযোগ বা সমস্যার কথা জানানো যাবে।
ঈদুল-ফিতরের সময়ে শ্রমিক অসন্তোষ প্রতিরোধ ও সুষ্ঠু শ্রম পরিবেশ নিশ্চিত করতে এই পদক্ষেপটি কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।