ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

আস-সুন্নাহ ফাউন্ডেশনের সহায়তা পেলেন বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫ বিধবা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:২১:০৭ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫ ৮ বার পড়া হয়েছে
দৈনিক মিরর টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫ জন বিধবা নারীকে স্বাবলম্বী করার লক্ষ্যে সহায়তা করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। সোমবার (১০ মার্চ) দুপুরে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রত্যেক উপকারভোগীকে তিনটি করে মোট ৭৫টি ছাগল উপহার দেওয়া হয়েছে।

এ সময় ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা নাসরিন কান্তা উপস্থিত ছিলেন। 

 

আস-সুন্নাহ ফাউন্ডেশন সূত্রে জানা যায়, স্বাবলম্বী করার লক্ষ্যে গত বছরের আগস্টে ফেনীতে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫ জন বিধবাকে বাছাই করা হয়েছে। তার মধ্যে পাঁচ উপজেলা থেকে ৪ জন করে ও সোনাগাজী উপজেলা থেকে ৫ জনসহ মোট ২৫ জনকে ছাগল দেওয়া হয়েছে। উপকারভোগীদের প্রত্যেকে তিনটি করে ছাগল পেয়েছেন। 

রেজিয়া আক্তার নামে উপকারভোগীদের একজন বলেন, বন্যার পর থেকে খুব কষ্টে দিনযাপন করছি। এ সহায়তায় কিছুটা হলেও স্বস্তি দেবে। আল্লাহ তাদের ভালো করুক।

 

জেলা স্বেচ্ছাসেবক পরিবারের প্রতিনিধি নিষাদ আদনান বলেন, বন্যার পর থেকে ফেনীতে আস-সুন্নাহ ফাউন্ডেশন নানা ধরনের কার্যক্রম পরিচালনা করছে। এজন্য জেলা স্বেচ্ছাসেবক পরিবারের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। অতীতের মতো সব সময় তাদেরকে ফেনীবাসীর পাশে পাব বলে আশা করছি। 

এ ব্যাপারে আস-সুন্নাহ ফাউন্ডেশনের সিনিয়র প্রজেক্ট এক্সকিউটিভ আকরাম হোসেন বলেন, যারা ছাগল পালন করতে আগ্রহী তাদেরকেই এ উপহার দেওয়া হয়েছে। ছাগলগুলো বিক্রি না করে লালন-পালন করে তারা নিজেরা যেন উপার্জন করতে পারে সে বিষয়ে আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে তদারকি করব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আস-সুন্নাহ ফাউন্ডেশনের সহায়তা পেলেন বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫ বিধবা

আপডেট সময় : ০১:২১:০৭ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫ জন বিধবা নারীকে স্বাবলম্বী করার লক্ষ্যে সহায়তা করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। সোমবার (১০ মার্চ) দুপুরে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রত্যেক উপকারভোগীকে তিনটি করে মোট ৭৫টি ছাগল উপহার দেওয়া হয়েছে।

এ সময় ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা নাসরিন কান্তা উপস্থিত ছিলেন। 

 

আস-সুন্নাহ ফাউন্ডেশন সূত্রে জানা যায়, স্বাবলম্বী করার লক্ষ্যে গত বছরের আগস্টে ফেনীতে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫ জন বিধবাকে বাছাই করা হয়েছে। তার মধ্যে পাঁচ উপজেলা থেকে ৪ জন করে ও সোনাগাজী উপজেলা থেকে ৫ জনসহ মোট ২৫ জনকে ছাগল দেওয়া হয়েছে। উপকারভোগীদের প্রত্যেকে তিনটি করে ছাগল পেয়েছেন। 

রেজিয়া আক্তার নামে উপকারভোগীদের একজন বলেন, বন্যার পর থেকে খুব কষ্টে দিনযাপন করছি। এ সহায়তায় কিছুটা হলেও স্বস্তি দেবে। আল্লাহ তাদের ভালো করুক।

 

জেলা স্বেচ্ছাসেবক পরিবারের প্রতিনিধি নিষাদ আদনান বলেন, বন্যার পর থেকে ফেনীতে আস-সুন্নাহ ফাউন্ডেশন নানা ধরনের কার্যক্রম পরিচালনা করছে। এজন্য জেলা স্বেচ্ছাসেবক পরিবারের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। অতীতের মতো সব সময় তাদেরকে ফেনীবাসীর পাশে পাব বলে আশা করছি। 

এ ব্যাপারে আস-সুন্নাহ ফাউন্ডেশনের সিনিয়র প্রজেক্ট এক্সকিউটিভ আকরাম হোসেন বলেন, যারা ছাগল পালন করতে আগ্রহী তাদেরকেই এ উপহার দেওয়া হয়েছে। ছাগলগুলো বিক্রি না করে লালন-পালন করে তারা নিজেরা যেন উপার্জন করতে পারে সে বিষয়ে আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে তদারকি করব।