‘আগামী নির্বাচনে টাকা দিয়ে কাউকে ভোট কিনতে দেব না’

- আপডেট সময় : ০৪:১২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫ ৬ বার পড়া হয়েছে
ফরিদপুর-১ আসনের (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা) বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা বলেছেন, ‘জামায়াতের নাম বা পরিচয় কেউ ব্যবহার করে অপকর্ম করলে তাকে ধরিয়ে দিবেন। আমরা কালো টাকার রাজনীতি করতে চাই না, কালো টাকা আমরা ঘৃণা করি। আগামী নির্বাচনে টাকা দিয়ে কাউকে ভোট কিনতে দেবো না।’
বুধবার (৫ মার্চ) বিকেলে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা।
তিনি বলেন, ‘আল্লাহর আইনে কোনো বৈষম্য নেই। আমরা বৈষম্য দূর করে সমাজ গড়ার জন্য এত রক্ত দিলাম। কিন্তু আমাদের প্রত্যাশা পূরণ হয়নি। ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত যারা বিভিন্ন সময় ক্ষমতায় ছিলেন, তারা ক্ষমতায় গিয়ে কথা রক্ষা করতে পারেনি। তারা রাষ্ট্রীয় সম্পদকে নিজেদের সম্পদ মনে করে বিদেশে পাচার করেছে। তাদের মধ্যে প্রত্যেকটা রাজনীতিবিদ যে খারাপ ছিলেন তা আমি বলছি না। তবে তাদের অধিকাংশই খারাপ ছিলেন।’
ড. ইলিয়াস মোল্লা বলেন, ‘আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে একটা পরিবার গঠন করতে চাই, সেখানে সকলের সমান অধিকার থাকবে। আমরা যেমন মসজিদে শান্তিতে নামাজ পড়ি; তেমনি আমার হিন্দু ভাইয়েরা মন্দিরে শান্তিতে পূজা করবে।’
তিনি বলেন, ‘আমরা ক্ষমতায় গেলে মেয়েদের ঘর থেকে বের হতে দেব না, এমন অপপ্রচার চালানো হচ্ছে, এটা সঠিক নয়।’
বোয়ালমারী পৌর জামায়াতের আমির মাওলানা সৈয়দ নিয়ামুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ সাজ্জাদ আলীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে মতবিনিময় সভায় বক্তব্য দেন- জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য অধ্যাপক ইমারত হোসেন চৌধুরী, উপজেলা আমির মাওলানা মো. শহিদুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক আ. ছালাম প্রমুখ।