সংবাদ শিরোনাম ::
ছেলের ছুরিকাঘাতে মা আহত

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১১:২১:৩৫ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫ ৯ বার পড়া হয়েছে
খুলনায় ছেলের ধারালো ছুরির আঘাতে মা মিনা বেগম (৫০) গলায় গুরুত্বর জখম হয়েছে। এ ঘটনায় ছেলে আলী আকবরকে আটক করেছে পুলিশ।
রোববার (২ মার্চ) সন্ধ্যা সোয়া ৬টার দিকে মহানগরীর বড় মির্জাপুর রোড এলাকায় এ ঘটনা ঘটে। মিনা বেগম ওই এলাকার মৃত করম আলীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা সোয়া ৬টার দিকে মিনা বেগমকে তার ছেলে আলী আকবর কোনো কারণ ছাড়াই ধারালো ছুরি দিয়ে গলায়, কব্জিতে এবং পিঠে জখম করে। পরে তার আত্মীয়-স্বজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিভাগে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছেন।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনির উল গিয়াস জানান, মিনা বেগম খুমেক হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় তার ছেলে আলী আকবরকে আটক করা হয়েছে।