রোজা রেখে দিনের বেলায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কি?

- আপডেট সময় : ১১:০০:২৫ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫ ৪ বার পড়া হয়েছে
আমরা অনেকেই সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে থাকি। যেহেতু এখন রমজান মাস চলছে, সেহেতু রোজা রেখে বা সেহরি খাওয়ার পর দিনের বেলা টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা যাবে কি না এমন প্রশ্ন শোনা যায় রোজাদারদের কাছ থেকে। রোজা ভেঙে যাবে ধারণা থেকে অনেকে এভাবে দাঁত ব্রাশ করা থেকে বিরত থাকেন।
রোজা রেখে টুথপেস্ট ব্যবহার করে দাঁত ব্রাশ করা যাবে কি না এমন প্রশ্নে ভারতের দারুল উলুম দেওবন্দের ফতোয়া বিভাগ দারুল ইফতা জানায়, টুথপেস্ট ব্যবহার না করে কেবল ব্রাশ দিয়ে দাঁত মাজলে রোজার কোনো ক্ষতি হবে না। তবে টুথপেস্ট ব্যবহার করে দাঁত মাজা মাকরুহ বা অপছন্দীয় কাজ। আবার এভাবে ব্রাশ করার সময় মুখগহ্বরে পেস্টের কণা ঢুকে গেলে রোজা ভেঙে যাবে। তাই সতর্কতাবশত রোজা রাখা অবস্থায় পেস্ট ব্যবহার করে দাঁত মাজা থেকে বিরত থাকা ভালো।
ইসলামি জিজ্ঞাসার ওয়েবসাইট ইসলাম কিউ– এতে একই ধারণা নিয়ে বলা হয়েছে, রোজা রেখে দাঁত ব্রাশ করলে রোজা ভেঙে যায় না। তাই টুথপেস্ট ব্যবহার করে রোজা অবস্থায় দাঁত মাজা যাবে। তবে সতর্ক থাকতে হবে, যাতে টুথপেস্ট মুখের ভেতর চলে না যায়।
আরব আমিরাতের দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ বিভাগের গ্র্যান্ড মুফতি আবদেল বাসেত আহমেদ হামদাল্লাহ এই প্রসঙ্গে গালফ নিউজকে জানান, টুথপেস্ট ব্যবহারে রোজা ভাঙে না, যদি না তা গলায় পৌঁছায়। তাই রোজা অবস্থায় সতর্কতামূলক টুথপেস্ট ব্যবহারে নিরুৎসাহিত করা হয়। এর পরিবর্তে রোজাদাররা মিসওয়াক ব্যবহার করতে পারেন।