জামালপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, বাসে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

- আপডেট সময় : ১০:০৮:০১ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫ ১৬ বার পড়া হয়েছে
জামালপুরের শরিফপুরে বাস ও অটোরিকশার সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন অটোরিকশায় থাকা আরও তিনজন। পরে বাসটিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।
জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের জয়রামপুর এলাকায় আজ রোববার সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে। তবে নিহতের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক। ওসি জানান, আজ সকালে ঢাকা থেকে জামালপুরগামী একটি যাত্রীবাহী বাস জয়রামপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত হন অটোরিকশার চার যাত্রী।
পরে ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া একজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি রাখা হয় এবং দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওসি আরও জানান, দুর্ঘটনার পরপরই বাসটির চালক ও তার সহযোগী পালিয়ে যায়। যাত্রীরা নেমে যাওয়ার পর বাসটিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।