ঈদকে সামনে রেখে খোকসা থানা পুলিশের বাড়তি নজরদারি

- আপডেট সময় : ০১:৪৪:২৮ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫ ৪১ বার পড়া হয়েছে
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে কুষ্টিয়ার খোকসা উপজেলাকে নিরাপত্তার চাদরে ঢেকেছে খোকসা থানা পুলিশ। পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে খোকসা থানা পুলিশ। শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা, ব্যাংক, অফিস-আদালত, শপিংমল, অজ্ঞান ও মলম পার্টির দৌরাত্ম্যসহ যে কোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে খোকসা থানা।
খোকসা থানা পুলিশ সুত্রে জানা যায়, খোকসা পৌর বাজারে প্রতিদিন বিভিন্ন এলাকা হতে হাজার হাজার মানুষ আসছেন ঈদের কেনাকাটা করতে। সাধারন মানুষ যাতে নির্বিগ্নে তাদের কেনা কাটা করতে পারেন সেজন্য শহর ব্যাপী সার্বক্ষনিক খোকসা থানা পুলিশ নজরদারি করছেন। বিশেষ করে বিকাল থেকে রাত পর্যন্ত পুলিশের বিভিন্ন টিম শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন জায়গায় অবস্থান করছে।
এ বিষয়ে খোকসা থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বলেন, কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান স্যারের দিক নির্দেশনায় খোকসা থানা পুলিশ ২৪ ঘন্টা সাধারন মানুষের নিরাপত্তা দেবার জন্য মাঠে আছে। সকলের নিরাপত্তা নিশ্চিত করতে খোকসা থানা পুলিশ বদ্ধ পরিকর।