স্বাধীনতা দিবসে গণকবরে কুমারখালী ব্লাড ডোনার্স ক্লাবের পুষ্পকস্তবক অর্পণ

- আপডেট সময় : ১০:০৮:৪০ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫ ৭ বার পড়া হয়েছে
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুমারখালী উপজেলা পরিষদ সংলগ্ন গণকবরে পুষ্পকস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছে কুমারখালী ব্লাড ডোনার্স ক্লাব।
বুধবার সকাল ৯.১৫ মিনিটে উপজেলা পরিষদ সংলগ্ন শহীদদের গণকবরে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় ব্লাড ডোনার্স ক্লাবের পক্ষ থেকে পুষ্পকস্তবক অর্পণ করেন-কুমারখালী থানার অফিসার ইনচার্জ সোলাইমান সেখ।
ক্লাবের প্রতিষ্ঠাতা সাগর শেখ-এর নেতৃত্বে এসময় বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার কুমারখালী উপজেলা শাখার সভাপতি ও ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগণস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকী, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার কুমারখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের পরিচালক সুরুজ বিশ্বাস, আব্দুর রহিম, ইয়া রাফি পলাশ, নোভা ক্লিনিক ও ডায়াগণস্টিক সেন্টারের পরিচালক বদর উদ্দিন সহ ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।