সিলেটে খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইফতার মাহফিল

- আপডেট সময় : ০৯:০৯:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ ২ বার পড়া হয়েছে
সিলেটের জকিগঞ্জ উপজেলায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) জকিগঞ্জ বাস টার্মিনালে সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসাইনের সহযোগিতায় এই আয়োজন করা হয়।
এতে অংশগ্রহণ করেন বিএনপির নেতাকর্মী ও উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার কয়েক হাজার মানুষ।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সিদ্দিকুর রহমান পাপলু।
ইফতারের আগে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়ন ও গণতন্ত্রের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশের জন্য কাজ করতে হবে।
তারা আরও বলেন, জাকির হোসাইনের সহযোগিতায় এই প্রান্তিক এলাকার হাজার হাজার মানুষ খালেদা জিয়ার জন্য দোয়া করছে। জাকির হোসাইনসহ প্রবাস থেকে দলকে শক্তিশালী করতে যেসব নেতারা নিরলস পরিশ্রম করে গেছেন, তা বিএনপির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।