ঢাকা ০২:২৯ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

তামিমকে দেখতে হাসপাতালে সাকিবের বাবা-মা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:২৫:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫ ০ বার পড়া হয়েছে

ছবি সংগৃহিত

দৈনিক মিরর টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাভারের কেপিজে হাসপাতালে চিকিৎসাধীন দেশসেরা ব্যাটার তামিম ইকবাল। ম্যাসিভ হার্ট অ্যাটাক করে সেখানে চিকিৎসাধীন তিনি। এরই মধ্যে তার হার্টে রিং পরানো হয়েছে।

 

তামিমের স্বাস্থ্যের সবশেষ অবস্থা জানাতে কেপিজে স্পেশালাইজড হাসপাতালের পক্ষ থেকে সকালে এক ব্রিফিংয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক ডা. ওয়াদুদ চৌধুরী বলেন, তিন মাসের মধ্যে মোটামুটি ফিট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তামিমের। এরপর তিনি মাঠে নামতে পারবেন, খেলতেও পারবেন।

 

এদিকে আজ মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর ১১:৪৫ মিনিটের দিকে সাভারের এই হাসপাতালে তামিমকে দেখতে যান সাকিব আল হাসানের বাবা-মা। প্রায় দুই ঘণ্টা ধরে তারা তামিমের খোঁজখবর নিয়েছেন। এই পরিস্থিতিতে বাংলাদেশের সাবেক অধিনায়কের জন্য দোয়া চেয়েছেন তারা।

 

হাসপাতাল থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাকিবের বাবা বলেন, আলহামদুলিল্লাহ, তামিমকে ভালো দেখেছি। সে ভালো আছে। শিগগিরই বাসায় শিফট করতে পারবে। তামিমের বাবা আমার খেলার বন্ধু ছিলেন, আর তামিম তো আমার ছেলের মতোই। ওর জন্য গতকালও নামাজ পড়ে দোয়া করেছি।

 

উল্লেখ্য, গতকাল সকালে বিকেএসপিতে ডিপিএলের ম্যাচ চলাকালে অল্প সময়ের মধ্যে দুইবার হার্ট অ্যাটাক হয় তামিম ইকবালের। শুরুতে ঢাকায় নেওয়ার পরিকল্পনা থাকলেও পরিস্থিতি বিবেচনায় দ্রুত তাকে সাভারের কেপিজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে টানা সিপিআর ও ডিসি শক দেওয়ার পর কিছুটা স্থিতিশীল করা হয় তার অবস্থা। পরবর্তীতে এনজিওগ্রাম করার পর তার হার্টে রিং পরানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তামিমকে দেখতে হাসপাতালে সাকিবের বাবা-মা

আপডেট সময় : ০৯:২৫:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

সাভারের কেপিজে হাসপাতালে চিকিৎসাধীন দেশসেরা ব্যাটার তামিম ইকবাল। ম্যাসিভ হার্ট অ্যাটাক করে সেখানে চিকিৎসাধীন তিনি। এরই মধ্যে তার হার্টে রিং পরানো হয়েছে।

 

তামিমের স্বাস্থ্যের সবশেষ অবস্থা জানাতে কেপিজে স্পেশালাইজড হাসপাতালের পক্ষ থেকে সকালে এক ব্রিফিংয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক ডা. ওয়াদুদ চৌধুরী বলেন, তিন মাসের মধ্যে মোটামুটি ফিট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তামিমের। এরপর তিনি মাঠে নামতে পারবেন, খেলতেও পারবেন।

 

এদিকে আজ মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর ১১:৪৫ মিনিটের দিকে সাভারের এই হাসপাতালে তামিমকে দেখতে যান সাকিব আল হাসানের বাবা-মা। প্রায় দুই ঘণ্টা ধরে তারা তামিমের খোঁজখবর নিয়েছেন। এই পরিস্থিতিতে বাংলাদেশের সাবেক অধিনায়কের জন্য দোয়া চেয়েছেন তারা।

 

হাসপাতাল থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাকিবের বাবা বলেন, আলহামদুলিল্লাহ, তামিমকে ভালো দেখেছি। সে ভালো আছে। শিগগিরই বাসায় শিফট করতে পারবে। তামিমের বাবা আমার খেলার বন্ধু ছিলেন, আর তামিম তো আমার ছেলের মতোই। ওর জন্য গতকালও নামাজ পড়ে দোয়া করেছি।

 

উল্লেখ্য, গতকাল সকালে বিকেএসপিতে ডিপিএলের ম্যাচ চলাকালে অল্প সময়ের মধ্যে দুইবার হার্ট অ্যাটাক হয় তামিম ইকবালের। শুরুতে ঢাকায় নেওয়ার পরিকল্পনা থাকলেও পরিস্থিতি বিবেচনায় দ্রুত তাকে সাভারের কেপিজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে টানা সিপিআর ও ডিসি শক দেওয়ার পর কিছুটা স্থিতিশীল করা হয় তার অবস্থা। পরবর্তীতে এনজিওগ্রাম করার পর তার হার্টে রিং পরানো হয়।