মোবাইলে গেমস খেলতে বারণ করায় ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

- আপডেট সময় : ০৮:১৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫ ২ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা শহরের পলাশ পাড়ায় মোবাইলে গেমস খেলতে বারণ করায় ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত হয়েছেন। আজ শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঘাতক ছেলেকে পুলিশ হেফাজতে নিয়েছে।
নিহত বাবার নাম কে এম রিন্টু (৫২)। তিনি চুয়াডাঙ্গা পৌর এলাকার পলাশপাড়ার মৃত কাজী নূর মোস্তফার ছেলে। আর ঘাতক পুত্রের নাম এম রিফাত।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, মোবাইলে আসক্ত ছেলে রিফাতকে মোবাইল ফোনে গেমস খেলতে বারণ করেন বাবা রিন্টু। এতে রিফাত ক্ষুব্ধ হয় এবং রাতে এশার নামাজরত অবস্থায় রিন্টুকে পেছন থেকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। আহত রিন্টুকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি খালেদুর রহমান আরও জানান, খবর পেয়ে ঘটনার পরপরই চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশ রিন্টুর বাড়িতে গিয়ে ঘাতক পুত্রকে আটক করে থানায় নিয়ে আসে।