বড় ভাইয়ের মাথায় পিস্তল ঠেকিয়ে ছোট ভাইকে কুপিয়ে হত্যা

- আপডেট সময় : ০৪:১৬:১১ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫ ১ বার পড়া হয়েছে
ঢাকার কেরানীগঞ্জে প্রকাশ্যে দিবালোকে বড় ভাইয়ের মাথায় পিস্তল ঠেকিয়ে ছোট ভাইকে গুলি ও অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। নিহত ছোট ভাই ইট বালুর ব্যবসায়ী জুবায়ের ইসলাম (৩৫) ।
শনিবার দুপুর দেড়টায় দক্ষিন কেরানীগঞ্জ থানার গোলাম বাজার রোডের শুভাঢ্যা উত্তর পাড়া মসজিদ পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের বড় ভাই স্বপন জানান, দক্ষিণ কেরানীগঞ্জ থানা তাতীলীগের আহ্বায়ক মোল্লা ফারুকের সাথে দীর্ঘদিন ধরে ব্যবসায়ীক দ্বন্দ্ব চলছিল। এর আগেও কয়েকবার মোল্লা ফারুকের লোকজন হামলা চালায়।
আজ সকালে মোল্লা ফারুক ঘটনাস্থলে তার বাহিনীর লোকজন নিয়ে জুবায়েরের ইট বালুর গদিতে প্রবেশ করে প্রথমে তার মাথায় পিস্তল ঠেকিয়ে রেখে ছোট ভাইকে গুলি ও অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যান। আমার ছোট ভাইকে মোল্লা ফারুকের নেতৃত্বে খুন করেছে। আমি মোল্লা ফারুকসহ যারা আমার ভাইকে খুন করছে তাদের ফাঁসি চাই।
নিহত জুবায়েরের স্ত্রী বলেন, আমার একমাত্র শিশু পুত্র সে প্রতিবন্ধী। তাকে চিকিৎসা না করিয়া সব টাকা পয়সা মোল্লা ফারুকের সাথে ব্যবসা করে। সেই মোল্লা ফারুক আমার স্বামীকে খুন করছে। যারা আমার স্বামীকে হত্যা করেছে তাদের ফাঁসি চাই।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মৃতদেহ সুরতহাল প্রতিবেদন শেষে মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে মামলা প্রক্রিয়াধীন।