ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

তারাবির নামাজ পড়তে গিয়ে জুতা চুরির হিড়িক, মুসল্লিদের ক্ষোভ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:০৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫ ০ বার পড়া হয়েছে

ছবি সংগৃহিত

দৈনিক মিরর টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসদরের দুই মসজিদে মুসল্লিদের জুতা চুরির হিড়িক পড়েছে। মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদ ও থানা মসজিদ থেকে কমপক্ষে ১৫/২০ জনের জুতা চুরি করে নিয়ে গেছে চোরের দল।

 

বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে তারাবির নামাজের সময় দুই মসজিদে এ জুতা চুরির ঘটনা ঘটে।

জানা যায়, মির্জাপুরে কেন্দ্রীয় জামে মসজিদ ও থানা মসজিদ থেকে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ, মির্জাপুর থানার এসআই খাইরুল বাসার, এএসআই শাজাহান হোসেন, মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমানসহ ১৫/২০ জন মুসুল্লিদের জুতা চুরি হয়। এদিকে দুই মসজিদ থেকে গণহারে জুতা চুরির ঘটনায় মুসল্লিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ বলেন, প্রতিদিনের মতো কেন্দ্রীয় জামে মসজিদের ভেতরে বক্সে জুতা রেখে তারাবির নামাজ পড়তে যায়। নামাজ শেষে দেখি বক্সে জুতা নেই।

 

মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ বলেন, তার নিজেরও মসজিদ থেকে দুই বার জুতা চুরি হয়েছে।

 

মির্জাপুর থানার ওসি মোশারফ হোসেন জানান, মসজিদের জুতা চুরির বিষয়টি জঘন্যতম অপরাধ। খোঁজ নিয়ে জুতা চোরকে আইনের আওতায় আনার চেষ্টা করা হবে। সেই সাথে মসজিদে সিসি টিভি ক্যামেরা স্থাপন করার পরামর্শ দেন তিনি।

 

মুসুল্লিদের উদ্দেশে মির্জাপুর থানা মসজিদের খতিব হাফেজ মাওলানা ফরিদ হোসাইন বলেন, মাঝে মধ্যেই মসজিদ থেকে মুসল্লিদের জুতা চুরি হয়ে থাকে। মসজিদ থেকে জুতা চুরিকে তিনি সমাজের মানুষের নৈতিক অবক্ষয় বলে মনে করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তারাবির নামাজ পড়তে গিয়ে জুতা চুরির হিড়িক, মুসল্লিদের ক্ষোভ

আপডেট সময় : ০২:০৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসদরের দুই মসজিদে মুসল্লিদের জুতা চুরির হিড়িক পড়েছে। মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদ ও থানা মসজিদ থেকে কমপক্ষে ১৫/২০ জনের জুতা চুরি করে নিয়ে গেছে চোরের দল।

 

বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে তারাবির নামাজের সময় দুই মসজিদে এ জুতা চুরির ঘটনা ঘটে।

জানা যায়, মির্জাপুরে কেন্দ্রীয় জামে মসজিদ ও থানা মসজিদ থেকে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ, মির্জাপুর থানার এসআই খাইরুল বাসার, এএসআই শাজাহান হোসেন, মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমানসহ ১৫/২০ জন মুসুল্লিদের জুতা চুরি হয়। এদিকে দুই মসজিদ থেকে গণহারে জুতা চুরির ঘটনায় মুসল্লিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ বলেন, প্রতিদিনের মতো কেন্দ্রীয় জামে মসজিদের ভেতরে বক্সে জুতা রেখে তারাবির নামাজ পড়তে যায়। নামাজ শেষে দেখি বক্সে জুতা নেই।

 

মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ বলেন, তার নিজেরও মসজিদ থেকে দুই বার জুতা চুরি হয়েছে।

 

মির্জাপুর থানার ওসি মোশারফ হোসেন জানান, মসজিদের জুতা চুরির বিষয়টি জঘন্যতম অপরাধ। খোঁজ নিয়ে জুতা চোরকে আইনের আওতায় আনার চেষ্টা করা হবে। সেই সাথে মসজিদে সিসি টিভি ক্যামেরা স্থাপন করার পরামর্শ দেন তিনি।

 

মুসুল্লিদের উদ্দেশে মির্জাপুর থানা মসজিদের খতিব হাফেজ মাওলানা ফরিদ হোসাইন বলেন, মাঝে মধ্যেই মসজিদ থেকে মুসল্লিদের জুতা চুরি হয়ে থাকে। মসজিদ থেকে জুতা চুরিকে তিনি সমাজের মানুষের নৈতিক অবক্ষয় বলে মনে করেন।