গাঁজায় ইসরায়েলি বাহিনীর হামলা ও গণহত্যার প্রতিবাদে মানববন্ধন

- আপডেট সময় : ০২:৫৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫ ৮ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি নীতি ভেঙে ইসরাইলের নৃশংস হামলার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও মানবন্ধন করেছে ৬নং ওয়ার্ড হাউজিং এষ্টেটের ধর্মপ্রাণ জনসাধারণ ।
শুক্রবার জুম্মার নামাজের পর বিক্ষোভ মিছিল নিয়ে হাউজিং এস্টেট এর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হাউজিং কদমতলা জামে মসজিদের সামনে শেষ হয়। বিক্ষোব মিছিলের আগে মানববন্ধনে জনসাধারনের ইসরাইল বিরোধী স্লোগানে মুখরিত হয় সমাবেশ স্থল।
এসময় বক্তারা বলেন সারা বিশ্বের মুসলিমরা যেখানে রমজান, ইফতার, সাহরি করছে সেখানে ফিলিস্তিনের শিশু-নারীরা লাশের মিছিলে শরিক হচ্ছে। যুদ্ধ বিরোধী নীতি অমান্য করে সন্ত্রাসী ইসরায়েলী বাহিনী সেখানকার মুসলিম ভাই-বোনদের উপর হামলা করছে। তাদেরকে নির্বিচারে হত্যা করে যাচ্ছে।
পবিত্র রমজান মাসে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় নৃশংস হত্যাকান্ডের মাধ্যমে প্রমান করেছে দখলদার ইসরাইলি একটি বর্বর সন্ত্রাসী রাষ্ট্র। এ সময় তারা আরো বলেন গাজায় এমন নৃশংস হামলায় বিশ্বের কোনো মুসলমান ঘরে বসে থাকতে পারে না। বিশ্বের মুসলিম ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিকে রক্ষা করতে হবে।
ইসরায়েলি বাহিনী বছরের পর বছর ফিলিস্তিনের জনগণের আবাসন ভূমি ও সমগ্র বিশ্বের মুসলমানদের দ্বিতীয় প্রধান পূণ্যভূমি মসজিদুল আকসা জবরদখল করে রেখেছে। এছাড়াও এই দীর্ঘ সময় ধরে ইসরায়েলিরা ফিলিস্তিনের মুসলমানদের ওপর বর্বর গণহত্যা ও সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে।
বিক্ষোভ সমাবেশে বক্তারা ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর আগ্রাসনে প্রতিবাদে তীব্র নিন্দা জানানোর পাশাপাশি ইজরাইলি পণ্য বয়কটের আহ্বান জানান পাশাপাশি সাম্প্রতিক ভারতের রাষ্ট্রীয় মদদে মসজিদ ভাঙ্গা ও মুসলিম মুসলিম নিধনের প্রতিবাদে ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানানো হয়।