অনলাইন নিউজ পোর্টাল ‘ডেইলী মিরর টাইমস’র যাত্রা শুরু

- আপডেট সময় : ১২:১৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫ ১৩ বার পড়া হয়েছে
নতুন আঙ্গিকে বাংলাদেশের অনলাইন সংবাদপত্র জগতে যাত্রা শুরু করল ডেইলী মিরর টাইমস। ‘ সংবাদপত্র টি দেশের গণমাধ্যম জগতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। সংবাদপত্রটি বিশেষভাবে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য, প্রকৃত খবর তুলে ধরার উদ্দেশ্যে প্রকাশিত হয়েছে। পত্রিকাটির মূল স্লোগান হচ্ছে “সত্যের পথে, জনগণের সাথে ”।
ডেইলী মিরর টাইমস সংবাদপত্রটি স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক খবরকে সমান গুরুত্ব দিয়ে প্রকাশ করবে এবং এটি বিশেষভাবে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং বিজ্ঞান-প্রযুক্তির খবর কাভার করবে।
সংবাদপত্রটির প্রকাশক মাহমুদুল হাসান শিবলী বলেন, “আমাদের উদ্দেশ্য হচ্ছে সঠিক ও বস্তুনিষ্ঠ খবর জনগণের কাছে পৌঁছানো। আমরা বিশ্বাস করি, সংবাদপত্রের ভূমিকা সমাজে পরিবর্তন আনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
ডেইলী মিরর টাইমস এর সম্পাদক মোহাম্মদ রাইসুল ইসলাম বলেন, দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে এমন সাহসী উদ্যোগ নেওয়ায় ডেইলী মিরর টাইমস ডট কম এর উদ্যোগক্তাদের আমি ধন্যবাদ জানাতে চাই। আশা করছি ডেইলী মিরর টাইমস ডট কম নতুন দিগন্ত উন্মোচন করবে। মূল ধারার সাংবাদিকতার মাধ্যমে সাংবাদিকতাকে তারা আরও এগিয়ে নিয়ে যাবে বলে আমি মনে করি।
তিনি আরো বলেন, বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকতার নিরপেক্ষ জায়গা অনেকটা নষ্ট হয়ে গেছে। পাঠককে সঠিক খবর জানাতে ও নিরপেক্ষতার জায়গা নিশ্চিত করতেই আমাদের আগমন।
এই সংবাদপত্রটির বিশেষ দিক হচ্ছে এর নিরপেক্ষতা এবং সকল শ্রেণীর মানুষের পক্ষে সাংবাদিকতা করা। ‘ডেইলী মিরর টাইমস’ পত্রিকার সাংবাদিকেরা সমাজের নানা সমস্যা এবং দেশের উন্নয়নমূলক খবর নিয়ে গভীরভাবে কাজ করবেন।
সংবাদপত্রটির প্রকাশনায় প্রযুক্তির আধুনিক ব্যবহারও লক্ষ্যণীয়। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এটি অনলাইনে ও মোবাইল অ্যাপসেও পাঠকদের কাছে পৌঁছাবে, যাতে দেশে ও দেশের বাইরে বসবাসরত বাংলাদেশিরা সহজে খবর পেতে পারেন।
ডেইলী মিরর টাইমস সংবাদপত্রটি এক নতুন যুগের সূচনা ঘটাচ্ছে বলে আশা করা হচ্ছে, যেখানে প্রকৃত সংবাদ এবং সঠিক তথ্যই হবে মূল বিষয়। পাঠকরা এই নতুন সংবাদমাধ্যমে নানান রকমের তথ্য, বিশ্লেষণ, মতামত এবং প্রতিবেদন পাবেন যা তাদের দৈনন্দিন জীবনকে আরো সহজ এবং তথ্যসমৃদ্ধ করবে।
ডেইলী মিরর টাইমস সংবাদপত্রের এই আত্মপ্রকাশ দেশের গণমাধ্যমের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে। এর মাধ্যমে সংবাদপত্রের প্রতি পাঠকদের বিশ্বাস আরো গভীর হবে এবং এটি সমাজের প্রতিটি স্তরে প্রভাব বিস্তার করতে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে।