হামাসের রকেট হামলায় কাঁপল ইসরাইল, বিমান চলাচল ব্যাহত

- আপডেট সময় : ০২:৫০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ ৩ বার পড়া হয়েছে
গাজায় ইসরাইলের অব্যাহত হামলায় শত শত মানুষের মৃত্যু ও মানবিক বিপর্যয়ের জবাবে পাল্টা রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস।
বৃহস্পতিবার (২০ মার্চ) স্থানীয় সময় দুপুরে গাজা থেকে ইসরাইলের মধ্যাঞ্চলে রকেট নিক্ষেপ করা হয়। ইসরাইলি সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়, গুশ দান এবং হাশফেলা এলাকায় বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠার পর গাজা থেকে ইসরাইলি ভূখণ্ডে তিনটি প্রজেক্টাইল শনাক্ত করা হয়।
হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডস এক বিবৃতিতে জানায়, বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইহুদিবাদী গণহত্যার জবাবে তারা তেল আবিবে রকেট হামলা চালিয়েছে।
ইসরাইলি কর্তৃপক্ষ দাবি করেছে, রকেটগুলোর মধ্যে একটি ভূপাতিত করা হয়েছে এবং অন্য দুটি খোলা জায়গায় পড়েছে। ইসরাইলি পুলিশের তথ্যমতে, হামাসের এই রকেট হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তবে রকেট হামলার ফলে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়েছে। ইসরাইল ও গাজার মধ্যে চলমান এই সংঘাত পরিস্থিতি আরও উত্তেজিত হয়ে উঠেছে।
সূত্র: আল জাজিরা