ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে চট্টগ্রামে জামায়াতের বিক্ষোভ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:০২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ ২ বার পড়া হয়েছে
দৈনিক মিরর টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে নগরীর আন্দরকিল্লা জামে মসজিদের উত্তর গেটে এ কর্মসূচি শুরু হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 

সমাবেশে জামায়াতের চট্টগ্রাম মহানগর আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেন, ‘রাতের অন্ধকারে ফিলিস্তিনের নিরীহ মুসলিম জনগণের ওপর ইসরায়েলের বর্বর আক্রমণ পরিকল্পিত গণহত্যা, যা বিশ্ব মানবতার জন্য লজ্জাজনক। অবিলম্বে যুদ্ধ বন্ধ করে ফিলিস্তিনিদের পূর্ণ অধিকার ফিরিয়ে দিতে হবে।’

 

তিনি আরও বলেন, ‘প্রয়োজন হলে আবার বদর সংগঠিত হবে, ইহুদিবাদ নিপাত যাবে। জাতিসংঘকে অবশ্যই ইসরায়েলি বাহিনীর শাস্তি নিশ্চিত করতে হবে।’

 

সমাবেশে জামায়াতের নায়েবে আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘নেতানিয়াহু নিজ দেশের জনগণের রোষানলে পড়েছেন। নিজের ব্যর্থতা ঢাকতে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় হত্যাযজ্ঞ চালাচ্ছেন। বিশ্ব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে এই হত্যাকাণ্ড বন্ধ করতে হবে।’

 

বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ছিল—‘বিশ্ব মুসলিম, এক হও লড়াই কর’, ‘ফিলিস্তিনে হামলা চলবে না’, ‘বদর যুদ্ধের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’ ইত্যাদি।

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও চট্টগ্রাম মহানগর সেক্রেটারি মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন মহানগর জামায়াতের নেতারা, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলে মহানগর জামায়াতের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে চট্টগ্রামে জামায়াতের বিক্ষোভ

আপডেট সময় : ০৩:০২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে নগরীর আন্দরকিল্লা জামে মসজিদের উত্তর গেটে এ কর্মসূচি শুরু হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 

সমাবেশে জামায়াতের চট্টগ্রাম মহানগর আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেন, ‘রাতের অন্ধকারে ফিলিস্তিনের নিরীহ মুসলিম জনগণের ওপর ইসরায়েলের বর্বর আক্রমণ পরিকল্পিত গণহত্যা, যা বিশ্ব মানবতার জন্য লজ্জাজনক। অবিলম্বে যুদ্ধ বন্ধ করে ফিলিস্তিনিদের পূর্ণ অধিকার ফিরিয়ে দিতে হবে।’

 

তিনি আরও বলেন, ‘প্রয়োজন হলে আবার বদর সংগঠিত হবে, ইহুদিবাদ নিপাত যাবে। জাতিসংঘকে অবশ্যই ইসরায়েলি বাহিনীর শাস্তি নিশ্চিত করতে হবে।’

 

সমাবেশে জামায়াতের নায়েবে আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘নেতানিয়াহু নিজ দেশের জনগণের রোষানলে পড়েছেন। নিজের ব্যর্থতা ঢাকতে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় হত্যাযজ্ঞ চালাচ্ছেন। বিশ্ব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে এই হত্যাকাণ্ড বন্ধ করতে হবে।’

 

বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ছিল—‘বিশ্ব মুসলিম, এক হও লড়াই কর’, ‘ফিলিস্তিনে হামলা চলবে না’, ‘বদর যুদ্ধের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’ ইত্যাদি।

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও চট্টগ্রাম মহানগর সেক্রেটারি মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন মহানগর জামায়াতের নেতারা, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলে মহানগর জামায়াতের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।