ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ধামরাইয়ে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ ৮ বার পড়া হয়েছে
দৈনিক মিরর টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার ধামরাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবুল কাশেম (৫০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার এই ঘটনা ঘটে।নিহত বিএনপি নেতার নাম আবুল কাশেম (৫০)। তিনি ধামরাইয়ের গাঙ্গুগুটিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি।

 

নিহত আবুল কাশেমের ছেলে কামরুল হাসান গণমাধ্যমকে বলেন, ‘মাটির ব্যবসা ও এলাকার রাজনীতিকে কেন্দ্র করে বিরোধের জেরে আমার বাবাকে কুপিয়ে হত্যা করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা কৃষকদল নেতা আব্দুল জলিল, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল বাসেদ, বিল্টু, বাতেন, সায়েমসহ আট থেকে ১০ জন লোক বাবাকে রাস্তার ওপর চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে এনাম মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আমি বাবা হত্যার বিচার চাই।’

 

বিষয়টি নিয়ে জানতে কৃষকদল নেতা আব্দুল জলিলের ফোন নম্বরে কল করলে তা বন্ধ পাওয়া যায়।

 

সাভার এনাম মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মেরাজুর রেহান পাভেল গণমাধ্যমকে বলেন, ‘আবুল কাশেমের ডানপায়ে ও পিঠে ধারালো অস্ত্রের একাধিক গভীর ক্ষত ছিল। ধারণা করা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।’

 

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘শুনেছি বিএনপি নেতা আবুল কাশেমকে বাড়ির পাশের রাস্তায় পেছন থেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রাজনৈতিক কোন্দলের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ধামরাইয়ে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৩:৫৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

ঢাকার ধামরাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবুল কাশেম (৫০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার এই ঘটনা ঘটে।নিহত বিএনপি নেতার নাম আবুল কাশেম (৫০)। তিনি ধামরাইয়ের গাঙ্গুগুটিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি।

 

নিহত আবুল কাশেমের ছেলে কামরুল হাসান গণমাধ্যমকে বলেন, ‘মাটির ব্যবসা ও এলাকার রাজনীতিকে কেন্দ্র করে বিরোধের জেরে আমার বাবাকে কুপিয়ে হত্যা করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা কৃষকদল নেতা আব্দুল জলিল, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল বাসেদ, বিল্টু, বাতেন, সায়েমসহ আট থেকে ১০ জন লোক বাবাকে রাস্তার ওপর চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে এনাম মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আমি বাবা হত্যার বিচার চাই।’

 

বিষয়টি নিয়ে জানতে কৃষকদল নেতা আব্দুল জলিলের ফোন নম্বরে কল করলে তা বন্ধ পাওয়া যায়।

 

সাভার এনাম মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মেরাজুর রেহান পাভেল গণমাধ্যমকে বলেন, ‘আবুল কাশেমের ডানপায়ে ও পিঠে ধারালো অস্ত্রের একাধিক গভীর ক্ষত ছিল। ধারণা করা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।’

 

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘শুনেছি বিএনপি নেতা আবুল কাশেমকে বাড়ির পাশের রাস্তায় পেছন থেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রাজনৈতিক কোন্দলের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।’