সংবাদ শিরোনাম ::
এসএসসি পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৩:০৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ ৪ বার পড়া হয়েছে
২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী গণিত পরীক্ষার তারিখে পরিবর্তন এসেছে। আগামী ২০ এপ্রিল ইস্টার সানডে উপলক্ষে সরকারি ছুটি থাকায় এ বছর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১ এপ্রিল।
গতকাল বুধবার (১৯ মার্চ) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড নতুন এ রুটিন প্রকাশ করে।
এর আগে বৈসাবি উৎবের কারণে ১৩ এপ্রিলের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা পিছিয়ে ১৩ মে অনুষ্ঠিত হবে বলে নতুন করে সময়সূচি প্রকাশ করেছিল ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
সর্বশেষ সংশোধিত সময়সূচি অনুযায়ী, এ বছর এসএসসির তত্ত্বীয় পরীক্ষা আগামী ১০ এপ্রিল শুরু হয়ে ১৩ মে পর্যন্ত চলবে। এরপর ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১৫ মে, যা ২২ মে পর্যন্ত চলবে।
এসএসসি ও সমমান পরীক্ষার নতুন সময়সূচি—