ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

কুরআনের আলোকে সমাজ ও রাষ্ট্র পরিচালনা করতে হবে: শিবির সেক্রেটারি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৪:১৪ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫ ৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে বদর দিবস উপলক্ষে বক্তবে ছাত্রশিবির সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। ছবি: সংগৃহীত

দৈনিক মিরর টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, কুরআন শুধু ঝাড়ফুঁক দেয়ার জন্য আসেনি। কোরআন দিয়ে সমাজ, সংস্কৃতি তথা রাষ্ট্র পরিচালনা করতে হবে।

মঙ্গলবার (১৮ মার্চ) বদর দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশিবির সভাপতি হাফেজ ইসমাইলের সভাপতিত্বে সেক্রেটারি অমিত হাসানের সঞ্চালনায় আলোচনা সভা ও হাফেজে কুরআন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিবির সেক্রেটারি বলেন, আজকে ইসলামি ছাত্রশিবির যে আয়োজন করেছে তা প্রশংসার দাবি রাখে। হাফেজ ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন, হাফেজ হওয়া কোনো চাট্টিখানি ব্যাপার না। আল্লাহ যাকে মনোনীত করেছেন তিনিই হাফেজ হয়েছেন।

তিনি আরও বলেন, আপনাদের শুধু কোরআন তেলাওয়াত করলে চলবে না। কোরআন বুঝে তেলাওয়াত করার উপর গুরুত্ব দিতে হবে। কোরআন তেলাওয়াত বা ঝাড়ফুঁক এর মধ্যে রাখলে চলবে না। এই কোরআন দিয়ে সমাজ, সংস্কৃতি তথা রাষ্ট্র পরিচালনা করতে হবে।

তিনি বলেন, এজাতীয় সংবর্ধনায় ফ্যাসিবাদের আমলে কোরআনকে প্রমোট করা হয়নি, বরং কোরআনকে লাঞ্ছিত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামীন আমাদের ঐ অবস্থা থেকে মুক্তি দিয়েছে। ইসলামী ছাত্রশিবির বাংলাদেশের জন্য সম্পদ তৈরি করতে চায় যারা দেশ, জাতি এবং উম্মাহর কল্যাণ তৈরি করবে, সমৃদ্ধির একটি পথ দেখাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মুহাম্মদ আবদুল জব্বার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুরআনের আলোকে সমাজ ও রাষ্ট্র পরিচালনা করতে হবে: শিবির সেক্রেটারি

আপডেট সময় : ০১:০৪:১৪ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, কুরআন শুধু ঝাড়ফুঁক দেয়ার জন্য আসেনি। কোরআন দিয়ে সমাজ, সংস্কৃতি তথা রাষ্ট্র পরিচালনা করতে হবে।

মঙ্গলবার (১৮ মার্চ) বদর দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশিবির সভাপতি হাফেজ ইসমাইলের সভাপতিত্বে সেক্রেটারি অমিত হাসানের সঞ্চালনায় আলোচনা সভা ও হাফেজে কুরআন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিবির সেক্রেটারি বলেন, আজকে ইসলামি ছাত্রশিবির যে আয়োজন করেছে তা প্রশংসার দাবি রাখে। হাফেজ ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন, হাফেজ হওয়া কোনো চাট্টিখানি ব্যাপার না। আল্লাহ যাকে মনোনীত করেছেন তিনিই হাফেজ হয়েছেন।

তিনি আরও বলেন, আপনাদের শুধু কোরআন তেলাওয়াত করলে চলবে না। কোরআন বুঝে তেলাওয়াত করার উপর গুরুত্ব দিতে হবে। কোরআন তেলাওয়াত বা ঝাড়ফুঁক এর মধ্যে রাখলে চলবে না। এই কোরআন দিয়ে সমাজ, সংস্কৃতি তথা রাষ্ট্র পরিচালনা করতে হবে।

তিনি বলেন, এজাতীয় সংবর্ধনায় ফ্যাসিবাদের আমলে কোরআনকে প্রমোট করা হয়নি, বরং কোরআনকে লাঞ্ছিত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামীন আমাদের ঐ অবস্থা থেকে মুক্তি দিয়েছে। ইসলামী ছাত্রশিবির বাংলাদেশের জন্য সম্পদ তৈরি করতে চায় যারা দেশ, জাতি এবং উম্মাহর কল্যাণ তৈরি করবে, সমৃদ্ধির একটি পথ দেখাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মুহাম্মদ আবদুল জব্বার।