রোজা রেখেই স্পেনের হয়ে খেলবেন লামিনে ইয়ামাল

- আপডেট সময় : ০৯:২৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫ ০ বার পড়া হয়েছে
ইসলাম ধর্মাবলম্বীদের জন্য সবচেয়ে পবিত্র মাস রমজান। এই সময়ে অনেক মুসলিম খেলোয়াড় রোজা রেখে মাঠে খেলতে নামেন, কিছু সময় বিরতি নিয়ে ইফতার করে রোজা ভাঙেন। স্প্যানিশ ফুটবল প্রতিভা লামিনে ইয়ামালও এমন এক রোজাদার খেলোয়াড়।
সম্প্রতি বেনফিকার বিরুদ্ধে চ্যাম্পিয়নস লিগে রোজা রেখে মাঠে নামেন ইয়ামাল। বার্সেলোনার এই তরুণ তারকা ওই ম্যাচে এক গোল এবং একটি অ্যাসিস্ট করেন। খেলা চলাকালীন তিনি ইফতারও করেছিলেন। এবার, তিনি প্রথমবারের মতো স্পেন জাতীয় দলের হয়ে রোজা রেখে খেলবেন।
এবারের ইউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বৃহস্পতিবার রাতে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবেন ইয়ামাল। রোববার ফিরে নিজেদের মাঠে ফিরতি লেগ হবে। ইয়ামাল স্পেনের প্রথম ফুটবলার হিসেবে রোজা রেখে এ ম্যাচে অংশ নেবেন। এর আগেই তিনি জাতীয় দলের অনুশীলনে অংশ নিয়েছেন।
গত বছর ইয়ামাল স্পেনের হয়ে দুটি ম্যাচ খেলেছিলেন, তবে সেসময় রোজা রাখেননি। এবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন রোজা রেখে খেলবেন, বিশেষ করে তার পৈতৃক পরিবারের সম্মানে। স্পেনে জন্ম হলেও তার বাবা মুনির নাসরাউয়ি একজন মরোক্কান মুসলিম।
এটি প্রথমবার নয় যে, ইয়ামাল স্পেনের জাতীয় দলের কোনো মুসলিম খেলোয়াড়। আদামা ত্রাওরে, আনসু ফাতি এবং মুনির এল হাদ্দাদি ইসলাম ধর্মাবলম্বী। তবে ত্রাওরে এবং ফাতি রমজান মাসে কোনো ম্যাচে অংশ নেননি, আর মুনির ২০১৪ সালের সেপ্টেম্বরে একমাত্র ম্যাচটি খেলেছিলেন, তবে সে সময় রমজান ছিল না।
স্পেনের মুসলিম জনগণের সংখ্যা প্রায় ২৫ লাখ। রমজান মাসে তারা অন্যান্য মুসলিম দেশের মতো সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার থেকে বিরত থাকেন। ইয়ামাল জানিয়েছেন, রোজা রেখে খেলতে তার কোনো সমস্যা হয় না এবং তিনি শরীরের পানিশূন্যতা এড়াতে খুব সতর্ক থাকেন।