ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

গাজীপুরে ঘোড়া জবাই ও মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা জারি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:২১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ ১২ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

দৈনিক মিরর টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরে ঘোড়া জবাই ও মাংস বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর। মঙ্গলবার (১৮ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নারগিস খানম। কেজি দরে ঘোড়ার মাংস বিক্রির বিষয়টি প্রাণিসম্পদ অধিদপ্তরের নজরে আসলে তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

 

সম্প্রতি গাজীপুর শহরে ঘোড়া জবাই করে মাংস বিক্রির ঘটনা ব্যাপক আলোচনা ও কৌতূহলের জন্ম দিয়েছে। ঘোড়ার মাংস খাওয়া হালাল না হারাম—এ নিয়ে চলছে বিতর্ক ও মতবিরোধ। অভিযোগ উঠেছে, কিছু অসাধু ব্যবসায়ী কমদামে ঘোড়ার মাংস কিনে তা গরুর মাংসের সঙ্গে মিশিয়ে বেশি দামে বিক্রি করছে।

 

জানা গেছে, চলতি বছরের শুরুতে গাজীপুরে বাণিজ্যিকভাবে ঘোড়ার মাংস বিক্রি শুরু হয়। প্রথমদিকে কেবল একটি ঘোড়া জবাই করা হলেও পরবর্তীতে প্রতি সপ্তাহে ৬-৭টি ঘোড়া জবাই করা হতে থাকে।

 

প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘোড়া জবাই ও মাংস বিক্রির বিষয়টি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এ ধরনের কার্যক্রম রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে ঘোড়ার মাংস বিক্রির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

 

সাধারণ মানুষকে এ ধরনের মাংস কেনা ও খাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে প্রাণিসম্পদ অধিদপ্তর সতর্কবার্তা জারি করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাজীপুরে ঘোড়া জবাই ও মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা জারি

আপডেট সময় : ০৩:২১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

গাজীপুরে ঘোড়া জবাই ও মাংস বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর। মঙ্গলবার (১৮ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নারগিস খানম। কেজি দরে ঘোড়ার মাংস বিক্রির বিষয়টি প্রাণিসম্পদ অধিদপ্তরের নজরে আসলে তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

 

সম্প্রতি গাজীপুর শহরে ঘোড়া জবাই করে মাংস বিক্রির ঘটনা ব্যাপক আলোচনা ও কৌতূহলের জন্ম দিয়েছে। ঘোড়ার মাংস খাওয়া হালাল না হারাম—এ নিয়ে চলছে বিতর্ক ও মতবিরোধ। অভিযোগ উঠেছে, কিছু অসাধু ব্যবসায়ী কমদামে ঘোড়ার মাংস কিনে তা গরুর মাংসের সঙ্গে মিশিয়ে বেশি দামে বিক্রি করছে।

 

জানা গেছে, চলতি বছরের শুরুতে গাজীপুরে বাণিজ্যিকভাবে ঘোড়ার মাংস বিক্রি শুরু হয়। প্রথমদিকে কেবল একটি ঘোড়া জবাই করা হলেও পরবর্তীতে প্রতি সপ্তাহে ৬-৭টি ঘোড়া জবাই করা হতে থাকে।

 

প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘোড়া জবাই ও মাংস বিক্রির বিষয়টি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এ ধরনের কার্যক্রম রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে ঘোড়ার মাংস বিক্রির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

 

সাধারণ মানুষকে এ ধরনের মাংস কেনা ও খাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে প্রাণিসম্পদ অধিদপ্তর সতর্কবার্তা জারি করেছে।