গরমে কোট-গাউন ছাড়া মামলা পরিচালনার অনুমতি চান আইনজীবীরা

- আপডেট সময় : ০৩:০৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ ১১ বার পড়া হয়েছে
গরমে কোট ও গাউন ছাড়া সাদা শার্ট, সাদা শাড়ি বা সালোয়ার কামিজ, সাদা নেক ব্যান্ড বা কালো টাই পরে মামলা পরিচালনার অনুমতি চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন করেছে ঢাকা বার অ্যাসোসিয়েশন।
মঙ্গলবার (১৮ মার্চ) অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি প্রধান বিচারপতির দপ্তরে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ঐতিহ্যবাহী ঢাকা আইনজীবী সমিতি এশিয়া মহাদেশের বৃহত্তম আইনজীবী সমিতি। বর্তমানে ঢাকা আইনজীবী সমিতির সদস্য ৩১ হাজার ৩৬৫ জন। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও অতিমাত্রায় উষ্ণতার কারণে বর্তমানে বাংলাদেশের তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আইনজীবীরা গরমে সীমাহীন কষ্ট ভোগ করছেন।
বিশেষ করে শুনানিসহ মামলার অন্যান্য কার্যক্রম পরিচালনার সময় এবং চারটি এজলাস কক্ষ ব্যতীত অন্যান্য এজলাস কক্ষ শীতাতপ নিয়ন্ত্রিত না হওয়ায় অনেক গরম অনুভূত হয়। ফলে মামলার কার্যক্রম পরিচালনা করতে খুবই অসুবিধা হচ্ছে।