যশোরে ফুল কিনতে আসা গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

- আপডেট সময় : ০৩:১৬:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫ ৯ বার পড়া হয়েছে
যশোরের ঝিকরগাছায় এক গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রোববার সন্ধ্যার দিকে উপজেলার একটি গ্রামে ঘটনা ঘটে।
এ ঘটনায় গ্রেপ্তার হয়েছেন উপজেলার গদখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আল মামুন হোসেন বাপ্পি, দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত, ঝিকরগাছার পাটুয়াপাড়া গ্রামের আমিনুর রহমান ও জাবের হোসেন।
পুলিশ জানিয়েছে, ওই গৃহবধূ বিকেলে ফুল কিনতে মনিরামপুর থেকে ঝিকরগাছার পানিসারায় জাবের হোসেনের দোকানে আসেন। পরে জাবেরসহ অন্যরা তাকে কৌশলে ফুল বাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। খবর পেয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে পুলিশ।
ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। ডাক্তারি পরীক্ষা সম্পন্নের জন্য ওই নারীকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এদিকে যশোর জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক রাজিবুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ওই দু ছাত্রদল নেতাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।