কুয়েতে ছয় মাসে ৪২ হাজার ব্যক্তির নাগরিকত্ব বাতিল

- আপডেট সময় : ০৭:৪২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫ ১১ বার পড়া হয়েছে
গত ছয় মাসে ৪২ হাজারের বেশি ব্যক্তি কুয়েতের নাগরিকত্ব হারিয়েছেন। জাতীয় নাগরিকত্ব আইন ও বৈধভাবে বসবাসের নিয়মাবলী মেনে চলা নিশ্চিত করতে দেশটির সরকার পরিচালিত ব্যাপক প্রশাসনিক পর্যালোচনার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক ‘গালফ নিউজ’ রবিবার (১৬ মার্চ) তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে গঠিত একটি সুপ্রিম কমিটি এই প্রক্রিয়া তদারকি করছে। কর্তৃপক্ষ জানিয়েছে, অনিয়মিতভাবে নাগরিকত্ব পাওয়া, দ্বৈত জাতীয়তার লঙ্ঘন, জালিয়াতির মাধ্যমে নাগরিকত্ব গ্রহণ এবং ভুল তথ্য উপস্থাপনের মতো বিষয়গুলো খতিয়ে দেখার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জোর দিয়ে জানিয়েছে, এই প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে কুয়েতি আইন অনুসারে পরিচালিত হচ্ছে ও এর মাধ্যমে জাতীয়তা ব্যবস্থার অখণ্ডতা বজায় রাখার প্রতি দেশটির প্রতিশ্রুতি প্রতিফলিত হচ্ছে।
মূলত কুয়েতি আইনের ওপর ভিত্তি করে তাদের নাগরিকত্ব প্রত্যাহার করা হয়েছে। জালিয়াতি, অসততা বা জাতীয় নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করতে পারে এমন কর্মকাণ্ডের কারণে দেশটিতে নাগরিকত্ব বাতিল করার বিধান রয়েছে। বলা হয়েছে, প্রক্রিয়াটি কোনো শাস্তিমূলক অভিযান নয়। বরং প্রশাসনিক রেকর্ডের একটি নিয়মতান্ত্রিক এবং আইনানুগ পর্যালোচনা, যার লক্ষ্য স্বচ্ছতা জোরদার করা, আমলাতান্ত্রিক অসঙ্গতি কমানো এবং জাতীয় কল্যাণ কর্মসূচির স্থায়িত্ব নিশ্চিত করা।
সূত্র: গালফ নিউজ