সংবাদ শিরোনাম ::
লেপের নিচ মিলল ৪ কেজি গাঁজা, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০২:০০:১৫ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫ ০ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় খাটের নিচে লুকিয়ে রাখা চার কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার (১৬ মার্চ) রাত সাড়ে আটটার দিকে কসবা পৌরসভার পশ্চিম শীতলপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারা হলেন—উপজেলার মধুপুর গ্রামের হৃদয় মিয়া (২৫) ও তার স্ত্রী তানিয়া (২৩)।
বিষয়টি নিশ্চিত করে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল কাদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে শীতলপাড়ার গিয়াস উদ্দিন আহম্মেদের দোতলা বাড়ির নিচ তলা থেকে হৃদয় ও তানিয়ার ফ্লাটে তল্লাশি চালিয়ে খাটের উপর বিছানো লেপের নিচ থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।