ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

রাহাত-সাজ্জাদের নেতৃত্বে ইবির ইসলামী ছাত্র আন্দোলন

যায়িদ বিন ফিরোজ, ইবি প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৪১:১২ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫ ৫ বার পড়া হয়েছে
দৈনিক মিরর টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নতুন কমিটি ঘোষণা হয়েছে। এতে সভাপতি হিসেবে আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ইসমাইল হোসেন রাহাত এবং সাধারণ সম্পাদক হিসেবে হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের সাজ্জাদ সাব্বিরের নাম ঘোষণা করেন সম্মেলনের প্রধান অতিথি মুহাম্মদ ফয়জুল ইসলাম।

 

একই সময়ে সংগঠনটি তাদের শাখার বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল আয়োজন করে। সোমবার (১৭ই মার্চ) বিকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এই সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

ইসলামী ছাত্র আন্দোলনের ২০২৪ সেশনের ইবি সভাপতি মুহাম্মাদ আল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রাহাতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য-গবেষণা ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মাদ ফয়জুল ইসলাম ও প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক মুফতী আহমদ আব্দুল জলিল।

 

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ডা. এইচ এম মোমতাজুল করীম, মাওলানা মুহাম্মদ রুহুল আমীন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক নাহিদ হাসান, সায়েম আহমেদ, সাজ্জাতুল্লাহ শেখ, শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ ও অন্যান্য ছাত্র নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে যারা পড়েন তারা প্রত্যেকেই স্ব স্ব ক্ষেত্রে মেধার স্বাক্ষর রেখেছেন। ইসলামী ছাত্র আন্দোলন অন্যান্য ছাত্র সংগঠনের চেয়ে অবশ্যই ভিন্ন।

 

এই সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে কখনোই কোন চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারি কিংবা কারো প্রতি অতিউৎসাহী হয়ে হামলা করার রেকর্ড নাই। আগামীর বাংলাদেশ যেন ইসলামের বাংলাদেশ হয় সেজন্য ছাত্রসমাজকে এগিয়ে আসতে হবে। আমরা একটি দমবন্ধ অবস্থায় ছিলাম। সেখান থেকে মহান আল্লাহ আমাদের একটি মুক্ত স্বাধীন পরিবেশে অনুষ্ঠানের সুযোগ দিয়েছেন।

 

ইতোপূর্বে ক্যাম্পাসে সম্মেলন করা তো দূরের কথা, সম্মেলনের প্রস্তুতিও শুরুর আগেই আমাদের ভাইদের উপর হামলা করেছে তৎকালীন ছাত্র সংগঠন। আগামীর বাংলাদেশে যেন কোনভাবে নতুন কোন স্বৈরাচারের জন্ম না হয় সেদিকে আপনাদের সচেতন থাকতে হবে। বক্তারা আরো বলেন, রোজা মহান আল্লাহর রহমত। এই রমজানে কুরআন নাজিল হয়েছে।

 

আমাদের রমজানকে পরিপূর্ণভাবে কাজে লাগাতে হবে এবং তাকওয়া অর্জন করতে হবে। আমাদের সমস্ত পাপাচার থেকে, অন্যায় অশ্লীলতা থেকে ও জাহান্নাম থেকে বাঁচাতে হবে। ইসলামের আদর্শে আমাদের জীবন গড়তে হবে৷ নিজেদের অন্তরে মহান আল্লাহর ভয় জাগ্রত রাখতে হবে৷

 

আমরা রমজানে যেভাবে নিজেদের সংযমী করছি, পানাহার থেকে বিরত থাকছি, বিভিন্ন জিনিস থেকে বিরত থাকছি, এই শিক্ষক যদি আমরা বাকি ১১ মাসও নিজেদের মধ্যে বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের দৈনন্দিন জীবন অনেক সুন্দর ও সাবলীল হবে। বাংলাদেশের মাটিতে ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাহাত-সাজ্জাদের নেতৃত্বে ইবির ইসলামী ছাত্র আন্দোলন

আপডেট সময় : ০১:৪১:১২ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

 বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নতুন কমিটি ঘোষণা হয়েছে। এতে সভাপতি হিসেবে আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ইসমাইল হোসেন রাহাত এবং সাধারণ সম্পাদক হিসেবে হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের সাজ্জাদ সাব্বিরের নাম ঘোষণা করেন সম্মেলনের প্রধান অতিথি মুহাম্মদ ফয়জুল ইসলাম।

 

একই সময়ে সংগঠনটি তাদের শাখার বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল আয়োজন করে। সোমবার (১৭ই মার্চ) বিকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এই সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

ইসলামী ছাত্র আন্দোলনের ২০২৪ সেশনের ইবি সভাপতি মুহাম্মাদ আল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রাহাতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য-গবেষণা ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মাদ ফয়জুল ইসলাম ও প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক মুফতী আহমদ আব্দুল জলিল।

 

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ডা. এইচ এম মোমতাজুল করীম, মাওলানা মুহাম্মদ রুহুল আমীন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক নাহিদ হাসান, সায়েম আহমেদ, সাজ্জাতুল্লাহ শেখ, শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ ও অন্যান্য ছাত্র নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে যারা পড়েন তারা প্রত্যেকেই স্ব স্ব ক্ষেত্রে মেধার স্বাক্ষর রেখেছেন। ইসলামী ছাত্র আন্দোলন অন্যান্য ছাত্র সংগঠনের চেয়ে অবশ্যই ভিন্ন।

 

এই সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে কখনোই কোন চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারি কিংবা কারো প্রতি অতিউৎসাহী হয়ে হামলা করার রেকর্ড নাই। আগামীর বাংলাদেশ যেন ইসলামের বাংলাদেশ হয় সেজন্য ছাত্রসমাজকে এগিয়ে আসতে হবে। আমরা একটি দমবন্ধ অবস্থায় ছিলাম। সেখান থেকে মহান আল্লাহ আমাদের একটি মুক্ত স্বাধীন পরিবেশে অনুষ্ঠানের সুযোগ দিয়েছেন।

 

ইতোপূর্বে ক্যাম্পাসে সম্মেলন করা তো দূরের কথা, সম্মেলনের প্রস্তুতিও শুরুর আগেই আমাদের ভাইদের উপর হামলা করেছে তৎকালীন ছাত্র সংগঠন। আগামীর বাংলাদেশে যেন কোনভাবে নতুন কোন স্বৈরাচারের জন্ম না হয় সেদিকে আপনাদের সচেতন থাকতে হবে। বক্তারা আরো বলেন, রোজা মহান আল্লাহর রহমত। এই রমজানে কুরআন নাজিল হয়েছে।

 

আমাদের রমজানকে পরিপূর্ণভাবে কাজে লাগাতে হবে এবং তাকওয়া অর্জন করতে হবে। আমাদের সমস্ত পাপাচার থেকে, অন্যায় অশ্লীলতা থেকে ও জাহান্নাম থেকে বাঁচাতে হবে। ইসলামের আদর্শে আমাদের জীবন গড়তে হবে৷ নিজেদের অন্তরে মহান আল্লাহর ভয় জাগ্রত রাখতে হবে৷

 

আমরা রমজানে যেভাবে নিজেদের সংযমী করছি, পানাহার থেকে বিরত থাকছি, বিভিন্ন জিনিস থেকে বিরত থাকছি, এই শিক্ষক যদি আমরা বাকি ১১ মাসও নিজেদের মধ্যে বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের দৈনন্দিন জীবন অনেক সুন্দর ও সাবলীল হবে। বাংলাদেশের মাটিতে ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।