রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

- আপডেট সময় : ০৬:২৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫ ৮ বার পড়া হয়েছে
রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হয়েছে। সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় জেলার আশপাশের উপজেলাগুলোতে এই বৃষ্টি হয়। কৃষি অফিস বলছে, বৃষ্টিতে আম, ধান, গমসহ সব ফসলের উপকার হবে।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বেলা ১১টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। রোববার দিবাগত রাত থেকে রাজশাহীর আকাশ মেঘাচ্ছন্ন ছিল। এর পর আজ সোমবার সকালে বৃষ্টির দেখা মেলে। বৃষ্টির ফলে দিনের তাপমাত্রা কমতে পারে।
ব্যাটারিচালিত অটোরিকশাচালক সাগর আলী বলেন, প্রায় ২০ মিনিটের মতো বৃষ্টিপাত হয়েছে। শীতের শেষে এমন বৃষ্টির পানি ভালোই ঠান্ডা ছিল। বৃষ্টিতে ভিজে গেছি।
এ বিষয়ে রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক আনোয়ারা বেগম বলেন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হয়েছে। তবে আবহাওয়া অফিস এলাকায় তেমন বৃষ্টিপাত হয়নি। আকাশে মেঘ রয়েছে। দিনে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিল ৫৫ শতাংশ। বৃষ্টিপাতের ফলে সর্বোচ্চ-সর্বনিম্ন তাপমাত্রা কমতে পারে। তবে আকাশে মেঘ থাকলে সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক উম্মে সালমা বলেন, এই বৃষ্টি আমের জন্য ভালো। আমের বোঁটা শক্ত হবে। দীর্ঘদিন খরার পরে হালকা বৃষ্টি হলো। তবুও চাষিদের আমের বাগানে সেচ দিতে হবে। এ ছাড়া অন্যসব ফসলের জন্য উপকার হবে।