কুমারখালীতে বিশিষ্ট নাগরিকদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল

- আপডেট সময় : ০৫:১৩:২০ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫ ১৩ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার কুমারখালীতে বিশিষ্ট নাগরিকদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে ইয়থ ডেভলপমেন্ট ফোরামের আয়োজনে শহীদ গোলাম কিবরিয়া সেতু সংলগ্ন রংধনু রেষ্টুরেন্টে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
শিক্ষক ও সাংবাদিক শরীফ মাহমুদের সঞ্চালনায় সভায় ইয়থ ডেভলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম।
অন্যান্যদের মধ্যে কুমারখালী থানা অফিসার ইনচার্জ মোঃ সোলাইমান শেখ, কুমারখালী প্রেসক্লাবের সভাপতি ও মাইটিভির প্রতিনিধি লিপু খন্দকার, কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের কুষ্টিয়া প্রতিনিধি সোহাগ মাহমুদ খান, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমির আফতাব উদ্দিন, বাংলাদেশে জামায়াতে ইসলামী উপজেলা শাখার নায়েবে আমির আফজাল হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।