সংবাদ শিরোনাম ::
স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:০৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫ ৭ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজলো আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম মিয়াকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১৫ র্মাচ) দুপুরে মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়ন পরিষদের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গোপালগঞ্জ সদর থানার অফসিার ইনর্চাজ (ওসি) মীর মো. সাজেদুর রহমানের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, দিদার হত্যা মামলার সন্দেহভাজন আসামি কাশালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম মিয়া এলাকায় অবস্থান করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
তিনি আরো বলনে, আসামিকে সদর থানায় হস্তান্তর করার পর বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।